09 July, 2014

একটি

একটা প্রদীপ জ্বলতে থাকে সারারাত,
সূর্য যখন নেয় বিশ্রাম-
একটা প্রদীপ আলোকিত করে একটু স্থান,
যখন চারিধারে অন্ধকার।

যখন ভুখা মানুষগুলো কাঁদে,
একটি মানুষ এসে দাঁড়ায় পাশে-
তার সামান্য সম্বল দিয়ে,
মুছিয়ে দেয় মানুষের চোখের জল।

যখন অন্যায় ঘেরে চারিদিক,
একটি মিছিল নামে পথে-
প্রতিবাদের ভাষা হয়ে
তার দৃপ্ত পদক্ষেপ জাগায় প্রতিবাদ।

একটি প্রদীপ ছড়ায় আলো ।
একটি মানুষ মোছায় চোখের জল ।
একটি মিছিল করে প্রতিবাদ ।

একটি !

No comments:

Post a Comment