08 July, 2014

অনেক চেষ্টা করলাম একটা কবিতা লিখি–
ভালোবাসার কবিতা - পারলাম না জানেন
ইতিহাস, পুরাণ, বিজ্ঞান সব একাকার মিলেমিশে
কি লিখব কবিতা ?

রবীন্দ্রনাথের কবিতা করে বিদ্রূপ
“যাহারা তোমার বিষাইছে বায়ু”
হ্যাঁ – আমরাই তো ভালবাসি ওদের-
আমরা ক্ষমা করি তাদের,
যারা ধর্ষণ বাহিনী প্রতিষ্ঠার প্রেরণা দেয়
আমরা ওদের বড় ভালবাসি !

তবুও সব বাধা ঠেলে – সব অন্ধকার দূরে সরিয়ে
একদিন – একদিন, কোন এক অন্ধকার রাতে
আমি গর্জে উঠবই নজরুলের কবিতা হয়ে
“যেন লেখা হয় আমার রক্তলেখায় ওদের সর্বনাশ”
প্রভাত সূর্যের আলো মেখে গায়ে
আমরা গাইব আবার প্রাণের ভিতর থেকে

“সকল দেশের রানী সে যে আমার বঙ্গভূমি”।

No comments:

Post a Comment