20 September, 2016

উরিতে ১৭ শহিদের স্মরণে

যুদ্ধ যুদ্ধ এ খেলায়
উলুখাগড়ার ই পরান যায়,
শহিদ শহিদ কদিন চেঁচায়
তারপরেতে ভুলেই যায়।

শহিদের মা কেঁদেই মরে
লাশটাকে সে জড়িয়ে ধরে,
দিনের শেষে রাত্রি এল
মায়ের রাতের শেষ না হল।

দেশপ্রেমের ওই ডঙ্কা বাজে
নতুন করে সৈন্য সাজে
বলতো যারাই ডঙ্কা বাজায়
তারাই কেন যুদ্ধে না যায় ?

যুদ্ধ যুদ্ধ এ খেলায়
উলু খাগড়ার ই প্রাণ কেন যায় ?
অমর শহিদ তোমায় প্রণাম
প্রশ্ন কিন্ত রেখেই গেলাম। শ্রীতোষ উরিতে ১৭ শহিদের স্মরণে ২০/০৯/২০১৬

02 September, 2016

ফুটপাথের মেয়ে

মা আমার - তোর শেষ শব্দ কি ছিল
জানি না আমি
হয়তো বা একবার মা বলে ডেকেছিলি
হয়তো একবার
হয়তো একবার
হয়তো একবার 


তপসিয়া খালের জলে ডুবে থাকা
কিশোরী শরীর জানে
কোন সুজন তাকে নিয়ে
কোন মোমবাতি মিছিল করবে না
তাই সে শরীর পাঁকের পচা গন্ধে
সুগন্ধ খুঁজে পায় !

কারণ
সে তো বাজারের কাছে দামি নয় !
তাই সে নীরবে সয়ে যায় কত কাঁটা ছেঁড়া
তার উলঙ্গ শরীরে।


মার চোখ ভরে যায় জলে
তবুও সে মা মনে মনে বলে
মরে গিয়ে বেঁচে গেলি
মা আমার -
না হলে ধর্ষিতা হতি
আরও কত বার !

পুলিস থানাতে আর আদালতে
মানুষ আইনের নামে জানতে চাইত
কিভাবে ওরা তোকে ছিঁড়ে খেল
কোথায় কোথায় হাত দিয়েছিল
কিভাবে ছিঁড়েছিল তোর কাপড়
কিভাবে চিরেছিল তোর শরীর

যে পুরুষ গুলো তোকে ভোগ করেছিল
জোর করে
তার চেয়েও বেশী সুন্দর(!) এ বিচার
মা আমার
তুই মরে গিয়ে বেঁচে গেলি
তোকে তোর মনের এ ধর্ষণ
সহ্য করতে হল না।

তোকে পুরুষের চোখের সে ধর্ষণ
সহ্য করতে হল না
একবার ধর্ষিতা যে
সে তো সহজ লভ্যা!!

তোকে নারীর চোখের সে ধর্ষণ
সহ্য করতে হল না
কই আমাকে তো ধর্ষণ করে নি কেউ
ওর নিশ্চয় কোন দোষ আছে।

তুই তো ফুটপাথের মেয়ে
মা তুই বেঁচে গেলি
তোকে ওই সুন্দর মানুষ গুলোর
সুন্দর সুন্দর কথা গুলো শুনতে হল না।
মোমবাতি মিছিলে অপমান
সহ্য করতে হল না।

মা আমার তোর শেষ শব্দ কি ছিল
জানি না আমি
হয়তো বা একবার মা বলে ডেকেছিলি
হয়তো একবার
হয়তো একবার
হয়তো একবার
তপসিয়া খালে পড়ে থাকা আমার এক ছোট বোন কে স্মরণ করে
শ্রীতোষ ০২/০৯/২০১৬

ফুটপাথের মেয়ে

মা আমার - তোর শেষ শব্দ কি ছিল
জানি না আমি
হয়তো বা একবার মা বলে ডেকেছিলি
হয়তো একবার
হয়তো একবার
হয়তো একবার 


তপসিয়া খালের জলে ডুবে থাকা
কিশোরী শরীর জানে
কোন সুজন তাকে নিয়ে
কোন মোমবাতি মিছিল করবে না
তাই সে শরীর পাঁকের পচা গন্ধে
সুগন্ধ খুঁজে পায় !

কারণ
সে তো বাজারের কাছে দামি নয় !
তাই সে নীরবে সয়ে যায় কত কাঁটা ছেঁড়া
তার উলঙ্গ শরীরে।


মার চোখ ভরে যায় জলে
তবুও সে মা মনে মনে বলে
মরে গিয়ে বেঁচে গেলি
মা আমার -
না হলে ধর্ষিতা হতি
আরও কত বার !

পুলিস থানাতে আর আদালতে
মানুষ আইনের নামে জানতে চাইত
কিভাবে ওরা তোকে ছিঁড়ে খেল
কোথায় কোথায় হাত দিয়েছিল
কিভাবে ছিঁড়েছিল তোর কাপড়
কিভাবে চিরেছিল তোর শরীর

যে পুরুষ গুলো তোকে ভোগ করেছিল
জোর করে
তার চেয়েও বেশী সুন্দর(!) এ বিচার
মা আমার
তুই মরে গিয়ে বেঁচে গেলি
তোকে তোর মনের এ ধর্ষণ
সহ্য করতে হল না।

তোকে পুরুষের চোখের সে ধর্ষণ
সহ্য করতে হল না
একবার ধর্ষিতা যে
সে তো সহজ লভ্যা!!

তোকে নারীর চোখের সে ধর্ষণ
সহ্য করতে হল না
কই আমাকে তো ধর্ষণ করে নি কেউ
ওর নিশ্চয় কোন দোষ আছে।

তুই তো ফুটপাথের মেয়ে
মা তুই বেঁচে গেলি
তোকে ওই সুন্দর মানুষ গুলোর
সুন্দর সুন্দর কথা গুলো শুনতে হল না।
মোমবাতি মিছিলে অপমান
সহ্য করতে হল না।

মা আমার তোর শেষ শব্দ কি ছিল
জানি না আমি
হয়তো বা একবার মা বলে ডেকেছিলি
হয়তো একবার
হয়তো একবার
হয়তো একবার
তপসিয়া খালে পড়ে থাকা আমার এক ছোট বোন কে স্মরণ করে
শ্রীতোষ ০২/০৯/২০১৬