19 May, 2018

মাইকেল তোমাকে

অঁরিয়েৎ তুমি পারছ কি শুনতে
মাটির সে আর্তনাদ
শাবলের প্রতি আঘাতে কাঁদছে
আমার কবরের মাটি।

দেড়শত বছর হয়ে গেছে পার
তবু ওরা আমাকে ভয় পায়
আমি বিদ্রোহী।
গোটা উত্তর ভারতকে বুঁদ করে রেখেছিল ওরা
রামের নামে,
এক মেঘনাদ বধ চুরমার করে দিয়েছে সে অন্ধকার
আমি বাসব বিজয়ী রাঘব বিজয়ী
শ্রী মধুসূদন।

আজও কিছু মানুষ আমার লেখা পড়ে
আমার কথা বলে
কবরের ঘন অন্ধকার থেকে আমি দেখতে পাই
তাই ওরা যখন ওদের হিংস্র নখ নিয়ে
বাংলার বুককে ক্ষত বিক্ষত করতে এসেছে
ওদের আক্রমণের প্রথম লক্ষ্য আমি।

ওরা বলেছিল খৃস্টান মাতাল মাইকেল
রাম কে তো ছোট করবেই
ওরা নাকি দেশপ্রেমিক!
নীল দর্পণের বাংলা অনুবাদ করে
ভারতের স্বাধীনতার সংগ্রামে হয়ত
একটু অবদান রেখেছিলাম
ওরা জানে না সে ইতিহাস।

রাম ভক্ত কিছু মানুষের আক্রমণে
হয়ত ক্ষত বিক্ষত হবে কবরের মাটি
তবু জেনে রেখ অঁরিয়েৎ
মেঘনাদ বধ ওদের চেতনায় করবে আঘাত
ওরা চিরকাল মাথা নত করে বাঁচবে।
বরাক উপত্যকার ভাষা দিবসে
মধু কবির প্রতি শ্রদ্ধায় শ্রীতোষ ১৯/০৫/২০১৮