24 January, 2024

রাম নাম সত্‌ হ্যাঁয়।

 

আজকের দিনে আমি যদি রাম হতাম
তাহলে কি হত?
প্রথম কথা
বাবার কথা শুনে বাড়ি ছেড়ে চলে এসেছি
(বউ এবং ভাই কে নিয়ে)
তাও আবার সৎ মায়ের কথা শুনে
ফেসবুকে স্ট্যাটাস দিতাম।
এটা দেখেই কত কমেন্ট
কত পোস্ট ঝাড়ত
আমার প্রিয় জন (মানে রাম ভক্ত)রা।
বাড়িতে থেকেই লড়াই করা উচিত ছিল,
বুড়ো বাপ চলছে সৎ মায়ের কথায়
আপনি লড়ে যান।
উল্লাস
আমাকে তো আমার পরিবার ঘর ছাড়তে বলে নি
পরের ছেলে নিরানন্দ
খানায় পড়লে আমার আনন্দ।
রাম নাম সত্‌ হ্যাঁয়।
তারপর গুহক এল
এল অহল্যা
সব কিছুর মধ্যে সাধারণ মানুষকে অপমান করার
আনন্দ।
এটাই রামায়ণ
বালী কে খুন করার আগে পর্যন্ত।
লিখছে শ্রীতোষ
২৪/০১/২০২৪
সুভদ্র বর্তমানের লাঙ্গুল হীন রাম ভক্ত রা খিস্তির বন্যা বইয়ে দিন। আমি ঋদ্ধ হব।

সংবাদ মাধ্যম

 সাধারণ মানুষের চিন্তা কে
ঘুমিয়ে দিতে চায় যারা কবরে
তারাই তো আজ জন গণ তন্ত্রের
চতুর্থ নয় এক মাত্র
একনিষ্ঠ প্রথম স্তম্ভ।

বাকি তিন স্তম্ভ বাঁচে ওদের ইশারাতে
কিংবা/ অথবা
বাকি তিন স্তম্ভের ইশারায় ওরা
হেঁটে চলে - কথা বলে।
একজন সাধারণ মানুষের চিন্তায় এই
প্রশ্ন জাগে।

জানি না বর্তমান (নিঃশব্দ) সময়ে
এই শব্দ গুলো লেখা অন্যায় কিনা?
শ্রীতোষ ২৪/০১/২০২৪

22 January, 2024

বন্ধু প্রশ্ন কর

 

বন্ধু চল - বন্ধু চল
প্রশ্ন তোল
কাব্য পড়ে
যুক্তি দিয়ে - মন জুড়ে।
 
রাম জন্মেছে অযোধ্যায়
ভরত - শত্রুঘ্ন - লক্ষণ জন্মেছে
কোন রাস্তায়?
প্রশ্ন উঠুক ভঁক্তোদের প্রতি
দেশ জুড়ে
এদের মন্দির কেন হল না
অয্যোধ্যা জুড়ে।
 
সনাতনী হিন্দুরা কি এদের কথা ভুলেই গেছে
এদের নামে ভোট জোটে না
তাই
বার বার করে প্রশ্ন তোল
প্রশ্ন তোল
দেশ জুড়ে
কেন
ভরত - লক্ষণ - শত্রুঘ্নের মন্দিরের উদ্বোধন হল না
অয্যোধ্যা জুড়ে।
 
বন্ধু চল - বন্ধু চল
সীতা মরেছিল অযোধ্যায়
রামের সীতা
তাই রামের জন্ম ভূমিতে সীতার নাই ঠাঁই
সনাতনী হিন্দুদের এই যুক্তির -----
বন্ধু চল - বন্ধু চল
কুযুক্তির গল্প বল
বন্ধু চল - বন্ধু চল
অন্ধকারের গল্প বল।
 
সতী দাহ - চুপকথা
কুলীন হওয়ার গল্প বল
চলছি আমি তোর সাথে
ফেসবুকে
পিছনেতে
বন্ধু চল - বন্ধু চল
শম্বুকের মাথা কাটার
গল্প বল
চলছি আমি - তোর সাথে
বারণাবতের ওই পথে।
 
বন্ধু চল - বন্ধু চল
একলব্যের গল্প বল
চলছি আমি তোর পথে
অভিমন্যুর মৃত্যুতে।
 
বন্ধু চল - বন্ধু চল
নির্মম সেই গল্প বল
মেঘনাদের শেষ কথা
বিভীষণের হেরে যাওয়ার গল্প বল।
শুনছি আমি তোর সাথে
ঘটোৎকচের মৃত্যুতে।
 
বন্ধু চল - বন্ধু বল
আসলে এ লেখা চলতে থাকবে অবিরাম
এ লেখার নেই কোন শেষ
তবুও বিরতি নিতে হয়
সাময়িক বিরতি নিয়ে
শ্রীতোষ ২২/০১/২০২৪
সৌজন্যঃ "বন্ধু চল" - "চলছি আমি তোর সাথে" - "গল্প বল" এই শব্দ গুলো ধার করেছি "OPEN TEE BIOSCOPE" সিনেমায় "অনুপম রায়" গাওয়া গান থেকে - লিরিক্স "প্রসেন"