20 July, 2014

হল্লা বোল

মা বড় ভালোবাসি তোমাকে
তাই ওরা যখন তোমার উপর অত্যাচার করে
তখন ডাক দিই হল্লা বোল !

যখন ওদের ধারালো ছুরি গুলো
তোমার প্রতিবাদী সন্তানদের উপর উদ্যত হয়
আওয়াজ তুলি হল্লা বোল।

ছুরিগুলো ঝলসে উঠে আঘাত করে শরীরে
রক্তমাখা মুখে ফোটে জীবনের হাসি
বলে উঠি হল্লা বোল।

রক্ত রাঙা শরীর নিয়ে বন্ধ হতে থাকা চোখে দেখি
ভোরের রক্তিম সূর্য
গেয়ে উঠি হল্লা বোল।

আজ আমাদের গান – আমাদের কথা
হল্লা বোল, হল্লা বোল
সাথী এস আজ নামি পথে
মুখে নিয়ে বোল
হল্লা বোল – হল্লা বোল
প্রতিবাদী মানুষের বোল

হল্লা বোল – হল্লা বোল।

No comments:

Post a Comment