20 January, 2015

আশা



পৃথিবীতে -

প্রলয় না হলে
সৃষ্টি হয় না।

যেমন -

অন্ধকার না থাকলে
আলোকে চেনা যায় না।
বিরহ না থাকলে
মিলনের সুখ পাওয়া যায় না।
কান্না না থাকলে
হাসির মর্ম বোঝা যায় না।
আঘাত না থাকলে
ভালোবাসা পাওয়া যায় না।

ঠিক তেমন টি -

শোষণ না থাকলে
বিপ্লবীর জন্ম হবে কি করে ?
বিপ্লবীর জন্ম না হলে
স্বপ্ন দেখবে কি করে ?
স্বপ্ন না দেখলে
বিদ্রোহ আসবে কি করে ?
বিদ্রোহ না এলে
সমাজ বদলাবে কি করে ?
সমাজ না বদলালে
শোষণের শেষ হবে কি করে ?

আর তাই

পৃথিবীর প্রতিটা মানুষ স্বপ্ন দেখে
দু – বেলা পেট ভরে খাওয়ার স্বপ্ন।

19 January, 2015

আনন্দ



তোমরা জানো আমি আজ হাসছি
বহুদিন পরে আনন্দে ভাসছি
আমি পেরেছি
একজন মহিলা হয়ে
অন্য এক মহিলার গোপনাঙ্গে
বিছুটি ঘষার মত চাকর তৈরি করতে পেরেছি !
হাত চিরে দেওয়ার মত জল্লাদ তৈরি করতে পেরেছি !

নন্দীগ্রামের ধর্ষিতা – পা চেরা লাশ গুলো
পেয়েছ কি খুঁজে কেউ
হাজার হাজার মহিলার লাশ
দেখতে পেল না কেউ !
কি অসাধারণ তাই না !
পাবে না দেখতে কখনও – আমার
হ্যাঁ আমার আদেশে রচিত হয়েছিল পরিকল্পনা
সবই যে আমার কল্পনা !

(তাই) মোমবাতি নিয়ে বার হওয়া
আমার ইশারায় নাচা ওই পুতুলগুলো
ঘরে বসে আজ।
সুতো যে আমার হাতে
যেমন নাচাই – তেমনি নাচে !

স ও ব ছোট্ট ঘটনা
স ও ব সাজানো ঘটনা
আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ
সব চক্রান্ত
আর যখন আমি কিছু বলি
সব সত্যি কথা
কারণ আমি সদা সত্য বলি ।
এটা মেনে নাও
না হলে হতে পারে কামদুনি
ঘটতেই পারে পার্ক ষ্ট্রীট অথবা পাকুড়
কারণ আমি সদা সত্যি বলি।

16 January, 2015

আপন কথা



দিনের বেলা অফিস করি
ক্ষুধার অন্ন যোগাড় করি,
সূর্য যখন নামল পাটে
নাটক করি পথে – ঘাটে।

নাটক মাঝে তোমার ব্যথা
যায় হয়ে যায় সবার কথা,
তোমার প্রাণের একটু খুশি
সবার মুখে ফোটায় হাসি।

আকাশ ছোঁয়া সবুজ মাঠে
তারার আলোয় রাত যে কাটে,
প্রভাত হলেই নোঙর তুলি
একতারাটি বাজিয়ে চলি।

জীবন নদীর নৌকা বেয়ে
প্রাণের সুরে যাইরে বেয়ে,
দিলাম খুলে জীবন খানা
জানুক সবাই – হোক অচেনা।