11 March, 2017

ভাবনা

কিছু জীব জানে
প্রতিবাদ করলে
লুকাতে হবে টেবিলের তলায়
প্রতিবাদ করলে
COMPULSORY WAITING এ যেতে হবে
তদন্ত কমিশন বসে যাবে
এখিক্স কমিটির মত
সাল পার হয়ে যাবে
তদন্ত কমিটির মিটিং ডাকার
তারিখ ঠিক করতে আরেক কমিটি বসবে !



ওই যেমন কালোবাজারিদের
নিকটতম ল্যাম্প পোষ্টে ঝোলানোর জন্য
নিকটতম ল্যাম্প পোস্ট আর
প্রকৃত শক্ত দড়ি
আজও পায় নি খুঁজে ভারত সরকার
মাঝে ৭০ বছর হয়ে গেছে পার!


তাই ওরা
হীরক রাজ আর হীরক রাণী যাদের পোষেন
(HARD WORK AND HARVARD এর তফাৎ জানিয়ে)
তাঁরা নিজের ভবিষ্যতের কথা ভাবেন !
ওদের দোষ কি ?


তাই যে মানুষ বলে মারব তোকে বোম
ব্যোম ব্যোম
মারনা ওকে বোম
ব্যোম ব্যোম
তাঁকে চেয়ার দেয় এগিয়ে
ওরা আসলে নিকট ভবিষ্যতের কথা ভাবে!

যন্ত্রণা

কখনও দিক দিগন্ত জুড়ে
ছড়িয়ে থাকা এক আঁধার পথে
তোমার দ্রুতগামী
মোটর বাইকের আলো নিভেছে কি ?

যদি নিভে থাকে
তবে তুমি বুঝতে পারবে
যে মানুষ পৃথিবীকে দেখেছিল
নিজের দু চোখে
তার রূপ - রস গ্রহণ করেছিল
হারাল দৃষ্টি
তার বুকের যন্ত্রণা বুঝতে পারবে।

সে মানুষের সঙ্গী যারা
যারা ছিল তার পথ চলার শরিক
তাদের অব্যক্ত আর্তনাদ
শুনতে পারবে।

আমরা প্রতিজন
জানি সে আঁধার পথে চলতে হবে
তবে সময়ের আগে নয়।

সময়ের আগে যদি কাউকে
সে আঁধার পথে চলতে হয়
যদি নিভে যায় চোখের আলো
তাহলে অশ্রু ঝরে
যেমন আলো নিভে যাওয়া
দুরন্ত সেই মোটর বাইক
পথচ্যুত হয়!
এক যন্ত্রণায় এ লেখা

অপেক্ষা

একটি মানুষ যে সূর্যের আলো দেখেছিল
যে চাঁদের আলো গায়ে মেখেছিল
হঠাৎ দেখল অন্ধকার
ভাবল সে
আমি পথ হারা এক
পথিক হয়ে গেলাম।

বন্ধুরা তার
বলে বার বার
তুমি এক নতুন পথের পথিক
চোখের আলোতে দেখা যায় না
দেখা যায় না সে পথ !
আসলে সে পথ আলোয় ভরা
অন্ধকার থেকে নিঃসারিত আলো।
অবিশ্বাসে মাথা দোলায় সে মানুষ
জানি একদিন
সেই মানুষ ই অন্ধকারার শিকল ভেঙ্গে
অন্ধকারকে ধুলোয় মিটিয়ে দিয়ে
আলো আনবে।
পথে চলবে
আরও অনেক মানুষ
পথ হাঁটবে
সেই মানুষের দেখানো পথে।
সেই মানুষের দেখানো পথে
যে মানুষের জীবনে
জীবনের মধ্য গগনে
অন্ধকার এসেছিল নেমে
সেই মানুষ আগামী দিনে দেখাবে পথ।
পৃথিবী চলবে তার দেখানো পথে
আমরা থাকলাম অপেক্ষায়
থাকলাম আমরা অপেক্ষায়।

ব্যর্থতা

যোনি থেকে গড়িয়ে পরা রক্তের আঘাতে
এক ধর্ষক ধর্ষিত হতে পারে
যদি সমাজ সে রক্ত ধর্ষকের মুখে মাখিয়ে দেয়
এখানেই ব্যর্থতা আমার
কারণ
আমি তো সমাজের বাইরে নই। 

নারী দিবসের প্রাক্কালে।

01 March, 2017

প্রণাম

কুমারী মা মেরী
এ কেমন সন্তানের জন্ম দিয়েছ
মা
যে তোমাকেই করে অপমান !
হে পরম পিতা যীশু
যে ধর্ষণ করে বাণীকে তোমার
তুমিই কি তাকে শিখিয়েছিলে
"পাপকে ঘৃণা কর পাপী কে নয়"
তোমার পূজারী পাপীর শিকার কে
ঘৃণা করার উপদেশ দেয়
পাপ কে নয় !
পাপের অনলে কি সেই পূজারী কে
পুড়তে হয় ?
মা মেরী - পরম পিতা যীশু
নিশ্চিন্তে থাক তোমরা
কারণ
আল্লা আর ভগবানের পূজারী
এমন অনেক আছে
তোমার পূজারী তো একা নয় !
তাদের কেউ ISIS বলে ডাকে
কেউ নাম দেয় তালিবান
কেউ বা মন্দিরে তাদের
সেবাদাসী বানিয়ে দেয়
দেয় সম্মান !
গড বা আল্লা অথবা ভগবান নামে
পুরুষের
কামাগ্নি নারীকে গ্রাস করে !
নারীর উপরে পুরুষের চিরন্তন অধিকার
পুরুষের পৌরুষ
তাই প্রতিনিয়ত নারীর অধিকারের বিরুদ্ধে
এরা আঘাত করে
কিছু নারী পুরুষের কাছে নত হয়
নতুন শিকার করে জোগাড়
যে পুরুষ
আম্রপালীর মত নারীকে
নগর নটী বানায় ।
কেরালার যাজক
তুমি তোমার গর্ভধারিণীকে দিয়েছ সম্মান
নারীকে দিয়েছ সম্মান
তোমাকে অন্তর থেকে জানাই প্রণাম! শ্রীতোষ ০১/০৩/২০১৭