23 July, 2014

সীমান্ত

ভারত - বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস যখন চালু হয় CUSTOMS OFFICER হিসাবে আমার DUTY পড়েছিল ভারত সীমান্তের গেদে স্টেশনে প্রথম দিন থেকেই। আমার জীবনের সে এক অনন্য অভিজ্ঞতা কারণ নিজে কোনও দিন না গেলেও এটা জানি আমার পূর্বপুরুষরা পূর্ববঙ্গের লোক যদিও দেশ ভাগের অনেক আগেই তারা কলকাতার বাসিন্দা হয়েছিলেন।এই রকম একটা দিনে ০৫/০৭/২০০৮ তারিখে কাজের অবসরে লেখা আমার এই কবিতাটি । এ কবিতা উৎসর্গ করেছি দুই বঙ্গের সেই সব মানুষকে যারা দেশ ভাগের ফলে ছিন্নমূল হয়েছিলেন।

ধান জমিটা একই রকম ছিল
নীল আকাশের নিচে
মানুষগুলোও এক-
ম্যাপের উপর টানা একটা আঁকাবাঁকা রেখা,
বদলে দিল জীবন।

আগে বেড়া ছিল না,
মানুষগুলো কত সহজে
কলকাতা থেকে ঢাকা,
চাটগাঁ থেকে গৌহাটি
আসা – যাওয়া করত।

কত সীমন্তের সিঁদুর মুছে
সীমান্ত হয়েছে আঁকা ।
শিকড় গেছে ছিঁড়ে !

ধান জমিটা আজও সেই একই রকম
আকাশটাও তেমনই নীল।
পাখিগুলো উড়ে চলে আজও-
এপারের মেঘ ওপারের পথে যেতে
সীমান্তরক্ষীর চোখরাঙ্গানির ধার ধারে না-
মানুষ পারে না।

কত সীমন্তের সিঁদুর মুছে
সীমান্ত হয়েছে আঁকা।
বদলে যাওয়া, ঘর ছাড়া মানুষগুলো
আজও স্বপ্ন দেখে,
ফিরে যাওয়ার স্বপ্ন-

শিকড়ের কাছে।

No comments:

Post a Comment