28 July, 2014

রথের দিনে বাজল বাঁশি
কাঠ কাঠামোয় শব্দ বাজে,
ন্যাংটা ছেলে তাকিয়ে ভাবে
হাসব পুজোয় খুশীর হাসি।

এক – দু – তিন খড়ের আঁটি
বুনল মায়ের মুখের সাজ ই,
তৈরি হল খড়ের দেহ
তার উপরে পড়বে মাটি।

খড়ের উপর পড়ছে মাটি
এক মেটে হয় – দুই মেটে হয়,
ন্যাংটা ছেলে দেয় যে তুলে
ছেলের হাতে মায়ের মাটি।

কাশের ছোঁয়া নীল আকাশে
মায়ের শরীর রঙিন হল,
শত্রু দমন শস্ত্র এল
আগমনীর সুর যে ভাসে।

মায়ের দিকে চোখটি ফেলে
ন্যাংটা ছেলে বাজায় কাঁসি,
মুখ ভরা তার খুশীর হাসি
একটু শরীর ঢাকবে বলে।

উৎসবেতে মাতবে যারা
একটু তাদের প্রশ্ন করা,
এই পুজোতে একটি জামা

ন্যাংটা ছেলে পাবে কি মা ?

No comments:

Post a Comment