27 May, 2017

চাওয়া

গড - আল্লা - ভগবান কবে মরবে
মানুষ শান্তিতে বাঁচবে!
মানুষ বড় কাঁদছে - একটু বাঁচতে চাইছে। শ্রীতোষ ২৭/০৫/২০১৭

16 May, 2017

একটি বাসের কাহিনী।

আজ দুপুরে একটি এসি বাসে উঠছি - দরজা খুলতেই নাকে এসে লাগল ফুলের গন্ধ। ভাবলাম কোন যাত্রীর গায়ের সুগন্ধি আমার স্নায়ুতন্ত্রে নাড়া দিয়ে গেল।। সামনে তাকাতে অবাক! সেই মুহূর্তে বাসে একমাত্র যাত্রী আমি - এছাড়া চালকের আসনে বসে বাসের চালক। তারপর দেখি বাসের প্রতিটি জানলার পাশের বিটে একটি করে ছোট ফুলদানি এবং তাতে বিভিন্ন রঙের প্লাস্টিকের ফুল। বাঃ ! অবাক হওয়ার বাকি ছিল তখনও। বাসের প্রতিটি জানলার কাঁচে হয় ফুলের অথবা অন্য কোন সুন্দর ছবি। দেখে অবাক লাগছিল। চালকের কাছে জানতে চাইলামঃ বাসটি এই ভাবে সাজাল কে? উনি বললেন "আমি"। আমি আরও অবাক। আর কিছু না বলে চুপচাপ নিজের সিটে গিয়ে বসলাম। টিকিট কাটার সময় পরিচালককে জিজ্ঞাসা করলামঃ বাসটি এইভাবে সাজালেন কেন ? উনি বললেনঃ দাদার ইচ্ছায়! মন ভরে উঠল এক অপার তৃপ্তিতে। কাজ আমরা সকলেই করি - নিজের কাজের জায়গাকে সুন্দর করে সাজিয়ে রাখতে জানি ক'জন? তাও আবার সরকারী কাজে।







এই বাসটির নাম্বারের শেষ চারটি সংখ্যা - ১৯৭০। WBTC বাসটির রুট নাম্বার AC50A। গড়িয়া থেকে রাজচন্দ্রপুর। বাসের চালকের নাম এস দে (S. DEY). বাসটির অন্দর সজ্জার ছবি ও ভিডিও তুলে দিলাম বন্ধুদের হাতে।