30 December, 2023

আমার পৃথিবী - আমার আকাশ

 আজকে কেন জানি ভাবছিলাম

আমি কি ভালবাসতে পারি?

ভেবে দেখলাম ভালবাসতে চেয়েছি বহুবার

তবু জেনো ভালোবেসেও

ভালোবাসা গড়তে পারিনি।


গতকাল আমি ভেবেছিলাম

আমি কি মানুষ হতে পারি

অনেক ভাবনা চিন্তা করে দেখলাম

মানুষের চেহারা ধারী মানুষ হয়েও 

আমি আসলে মানুষ হতে পারি নি।


তারপর প্রতিদিনের মতই

খবরের কাগজে চোখ বোলাতে বোলাতে

ফেস বুক আর হোয়াটস অ্যাপ ঘাঁটতে ঘাটতে বুঝলাম



আমি ভালো না বাসতে পারলেও

মানুষ না হলেও

জাতের নামে - ধর্মের নামে

ঘৃণা ছড়াতে জানি নি।

অব্যবস্থ চিত্ত হয়ে ভুল ভাল তথ্য 

ছড়াতে শিখি  নি।


আমার পৃথিবী মাটির নিচে আকাশ কে ধরতে চায়

আমার আকাশ সেই মাটির মাঝে পৃথিবীতে মিশে যায়।


24 December, 2023

এক কাপ চা

  

 

 

 

 

 

গীতার মূল বক্তব্য কি?
শ্রী কৃষ্ণ যে ভাবে তাঁর দৃষ্টি তে বাস্তব কে দেখছেন
অথবা দেখাচ্ছেন
অর্জুন কে (তাঁর অনুসারীদের)
সেই বাস্তব মেনে নিতেই হবে।
এটাই গীতা।

এটাই ভারতের বর্তমান গণতন্ত্র।

আমি জানি আমি একটা অক্ষর ও ভুল লিখি নি।

একটু বাদে প্রস্তুত আমি
ভারত থেকে হারিয়ে যেতে চিরকালের জন্য।

এক কাপ চা খেয়ে নিচ্ছি।

শ্রীতোষ ২৪/১২/২০২৩