24 July, 2023

নতুন প্রশ্ন

 মানুষ কেন বলে পাশবিক ? 

পশুরা তো গায়ের দাগ কম বেশী দেখে এদেশী হরিণ বিদেশী বাঘ বিচার করে না - মাংসাশী প্রাণী নিজের এলাকা  জুড়ে নিজের হরমোনের গন্ধ ছডিয়ে দেয় ৷ একের এলাকায় অন্যের ঢোকা মানা ৷


পশুরা গণধর্ষণ করে কি ?


রয়েল বেঙ্গল করে কি মেয়ে চিতাকে ভোগ?

অ্যান্টিলোপ পুরুষ হরিণ কি এক স্ত্রী বার্কিং ভিয়ারের শরীরে নিজের কামনা মেটায়?


যে ডোবা থেকে হাতি জল খায়

সেই ডোবাতেই গন্ডার জলে গা ভেজায়

ওরা পাশাপাশি থাকে

পাশাপাশি বাঁচে ৷

ওদের জীবনে বাঁচার তাগিদ আছে

নেই একে অন্যের খাবার কেড়ে খাওয়ার ৷


শিয়াল - শকুন - নেকড়ে ছাড়া

শ্রীতোষ ২৪/০৭/২০২৩

23 July, 2023

আমার কথা

 অচ্ছে দিন পারে

দেশের বেটির স্তন কামড়ে ছিঁড়ে রাস্তায় উলঙ্গ হাঁটিয়ে উল্লাসে নাচতে

উন্নাও হয়ে মণিপুরে


উন্নয়ন পারে প্রেক্ষিত জানতে ধর্ষিতার চরিত্রের

দাম ঠিক করতে পারে

ধর্ষিতার বয়সের অনুপাতে


এরা সকলেই পারে 

একের দিকে তাকিয়ে 

অন্যের দিকে আঙ্গুল তুলতে ৷


জন প্রতিনিধিদের অন্ধ

 সমর্থকরাও তাই পারে ৷


এদের বাদ দিয়েও তো সমাজে মানুষ আছে ৷

তারা কি আজও নিজেকে বন্দী রাখবে নিজের ভিতরে ?

সবাই মিলে একবার - একসাথে একটা প্রশ্ন করতে পারবে না -

আমাদের কেন হিমাচল দেখতে হবে

কেন দেখতে হবে উন্নাও হয়ে মণিপুর

কেন আজও ২১ শে জুলাইয়ের শহীদের মা

অপরাধীদের গারদে ভরতে পারল না

কেন কামদুনির হত্যাকারীদের ফাঁসি আর মৃত্যুদন্ড হল না ?

কেন খোঁজা হয় ধর্ষণের প্রেক্ষিত

কেন বিজন সেতুর হত্যাকান্ড রিপোর্ট সামনে এল না

কেন প্রতিটি ২ মিনিটে ১  দ্রৌপদির বস্ত্রহরণ হয় এই

ভারতে ?


আমি - আপনি - আপনারা

যাদের ভোটে সরকার নির্বাচিত হয়

যাদের করের টাকায় দেশ চলে

জানেন আমাদের এই সব প্রশ্ন করার কোন অধিকারই নেই 

সংবিধানে লেখা আছে আছে অনেক কথা

কি কি তার "মৌলিক অধিকার"

এবং কি কি তার "মৌলিক কর্তব্য" ৷


একটু খুঁজে দেখবেন সংবিধানের কোন ধারায় আছে

নাগরিক / ট্যাক্স পেয়ার এর ((INDIRECT AND DIRECT) প্রশ্ন করার অধিকার?


RTI - হাসালেন বন্ধু ৷ পড়ুন পড়ে দেখুন


যাক 

আমি তো ফেসবুক বিল্পবী এক

যারা আছেন মাটির কাছাকাছি

তাঁরাই চলেছেন সঠিক পথে ৷

তাঁদের প্রতিটি পদক্ষেপে জাগে

সময় বদলানোর ধ্বনি ৷

ফেসবুক বিল্পবী আমি

শুনি, শুধু কান পেতে শুনি ৷

শ্রীতোষ ২৩/০৭/২০২৩



এরাই সরকারী ভদ্রমহিলা।

 এরাই ভদ্রমহিলা। নিজেদের লজ্জা ঢাকতে সাধারণ মানুষকে নির্লজ্জতার চরম সীমায় গিয়ে অনুরোধ করে
"দয়া করে ভাইরাল করবেন না"
 "দয়া করে প্রশ্ন করবেন না ওদের ঃ ওরা বলবেঃ
আমাদের কাপড় কোথায়? আমরা তো রাস্তার মাঝ দিয়ে হাঁটছি। আমরা তো সারাদিনে আয়নার সামনে নিজেকে দাঁড় করাই না কারণ আমরা যে জনপ্রতিনিধি"।

আমি আগেও লিখেছি ভারতবর্ষের সাধারণ মানুষ এমন কিছু জন প্রতিনিধিদের নির্বাচিত করেছে (যাদের মধ্যে অনেকে আইন জীবী এবং বাকিরা আইন বানায়) যারা একটা অন্যায় দিয়ে অন্য অন্যায় কে সমর্থন করার ব্যর্থ চেষ্টা কর

এদের ৫০০০০ টাকা লোন  খেলাপ করেছে এমন মানুষের হয়ে আদালতে দাঁড় করানো উচিত
সংসদীয় গণ তান্ত্রিক পদ্ধতি মেনে এরা সওয়াল করবে
বড় বড় লোন খেলাপীর কয়েকশো হাজার কোটি টাকা যদি রাইট অফফ হয়
তাহলে এদের টাকা রাইট অফফ হতে কি বাধা আছে?

আবার বলছি দয়া করে প্রশ্ন করবেন না
ওদের ঃ ওরা বলবেঃ
আমাদের কাপড় কোথায়? আমরা তো রাস্তার মাঝ দিয়ে হাঁটছি। আমরা তো সারাদিনে আয়নার সামনে নিজেকে দাঁড় করাই না কারণ আমরা যে জনপ্রতিনিধি"।

দ্বারকা রাজ

 

কেন বন্ধু কেন?
উন্নাও থেকে অজস্র বেটি বাঁচাও হয়ে মণিপুর
সুজেট থেকে কামদুনি হয়ে বারাসাতের লাশ ছিনতাই
নারীর ইজ্জতের দাম
বিক্রি হয় এ মহাভারতে
দ্রুপদ নন্দিনী সহ মনিপুরী চিত্রাঙ্গদা
উত্তর পূর্বের উলুপী হয়ে
সুভদ্রা সন্তান।
সবাই তো বলি হয়েছিল
দ্বারকার রাজনীতিবিদের খেলায়।
দ্বারকা যেন কোথায় ছিল?
একটু মহাভারত পড়ে নিন।
দ্বারকার রাজনীতিবিদের কথা
তোমাদের ভালো করতে এসেছি
তোমাদের পাঁচ জনাকে নিয়ে নতুন ভারত গড়ার স্বপ্ন দেখিয়েছি
আসলে আমি যে
নিজেকে সাধারণ বলে তোমাদের দেখিয়ে
এই মহাভারতে সব থেকে নির্মম ধবংস
তোমাদের হাতেই করতে এসেছি।
তারপর বড় মাছ - ছোট মাছ কে চিবিয়ে নয় গিলে খাবে।
আমার উদ্দেশ্য তো সফল।
আমি বলব
আমার উদ্দেশ্য সফল।

20 July, 2023

মুখোশ

 

আমি জানি না মণিপুরের অহল্যা মা ও একথা বলবে কিনা
যে মা এর কথা শুনে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন
(সংবাদ মাধ্যমের সংবাদ অনুসারে)
"ভারতের সংবিধান ভেঙ্গে পড়েছে"
যে ঘটনা শুনে ২০১৮ র পঞ্চায়েত নির্বাচনের কথা মনে পড়ে
মনে পড়ে
উন্নাও তথা অন্য কিছু ঘটনার কথা
সুজেট - কামদুনি
(সামান্য ঘটনা সব)
হতেই পারে দেশদ্রোহ এই পোস্ট
উন্নয়ন এবং অচ্ছে দিনের কাণ্ডারি দের কাছে

মুখোশ থাকুক ওদের মুখেই !
মণিপুরের ঘটনায় ওদের প্রতিবাদ দেখে দিই হাততালি।
বিসব্বঙ্গের সুবুদ্ধি জীবী গুলো একটাও মিছিল করে নি এখনও।
এক অ্যাক্সিডেন্টের দিনের দুপুরেই ফ্লেক্স নিয়ে মিছিল হয়েছিল।
এখনও ফ্লেক্স তৈরি হয় নি
কারণ কাল তো ____ দিবস।
গালাগালি দেবেন ?
বলবেন দেশদ্রোহী বামেরা কি করেছে
মনে রাখবেন আপনাদের অংকের হিসাবেই
ভামেরা ০
মানে এক বিগ জিরো।
জিরো র প্রতিবাদে কিই বা আসে যায়?
কন্যা শ্রী - বেটি বাঁচাও এরাই তো দেশ চালায়।
তাই নয় কি?
সরকারী তথ্য তো তাই বলে তাই না-
তাই উলঙ্গ রমণী পথ হাঁটে
চিত্রাঙ্গদার রাজ্যে।

13 July, 2023

ঠিক কিনা ?

 পঞ্চুতে ব্যালট খেয়েছে

লকু তে EVM হাগবে

বিসুতে ডায়ালিসিস হবে

ডায়ারিয়ার সাথে

লিগামেন্টে হার্ট অ্যাটাক হয়ে

অ্যাপেন্ডিক্স এ স্পন্ডিলাইটিস হবে ৷


তখন পথ্য হবে

EVM চিপ ৷


ঠিক কিনা ?

শ্রীতোষ ১৩/০৭/২০২৩

12 July, 2023

মা -মাটী মাণূশেড় অধিকার

 গাঁজাখোর - আমি শুধু নয় সকলেই দেখেছে
গান ও লেখা হয়েছে
"এক টানেতে যেমন - তেমন" ইত্যাদি
মদখোর - দেখে সকলেইগাঁজাখোর - আমি শুধু নয় সকলেই দেখেছে
গান ও লেখা হয়েছে
"এক টানেতে যেমন - তেমন" ইত্যাদি
মদখোর - দেখে সকলেই
চুল্লুখোর - সেও তো আছে
পাতাখোর - তাঁরাও আছেন
এঁরা নেশার জন্য নাকি ঘরের ছেঁড়া কাপড় ও বিক্রি করতে পারে
মহাভারতে দেখেছিলেম যুধিষ্ঠিরের মত জুয়াখোর
যে বউ কে বাজি রেখেছিল জুয়ার আড্ডায়।

ব্যালটখোর কাউকে দেখিনি।

আহা আহা - বাহা বাহা
উন্নয়নের বিশ্ব বঙ্গে অনুপ্রাণিত ব্যালটখোরও দেখলাম।

গোটা ভারতে - গোটা পৃথিবীতে এবং UNIVERSE এ উদাহরণ হয়ে রইল

মানুষের সেবা করার একান্ত চাহিদায় ব্যালট ও চিবিয়ে খেতে হয়।

ব্যালট চিবিয়ে খাওয়ার অনুপ্রেরণা দেবী বলেন
"হেরে গিয়েছেন চুপ করে থাকুন"
"মা কোথায় ঘেউ ঘেউ" লিখে পুরস্কার পেয়েছেন
এটা তো তারই বলা সাজে।

 

মা -মাটী মাণূশেড় চড়াম চড়াম ওণূপড়াণীট ওঢীকাড়!
শ্রীতোষ ১২/০৭/২০২৩