24 August, 2023

দু কান কাটা

 

আমি দু কান কাটা
রাস্তার মাঝ দিয়ে চলি
কারণ আমি সেই দেশের মানুষ
যে দেশের মিডিয়া গর্ব করে বলে
একটা সিনেমা বানাতে যে খরচা হয়
আমাদের দেশের বৈজ্ঞানিক রা তার চেয়ে কম খরচে
চাঁদে চন্দ্রযান বা মঙ্গলে মঙ্গল যান পাঠায়।
মাননীয় মিডিয়া পুরুষ / নারী রা একটু খবর নিয়ে দেখবেন অন্য কোন দেশের মিডিয়া সেই দেশের বৈজ্ঞানিকদের এই রকম ভাবেই সম্মানিত করে কিনা ?





বিষবৃক্ষ

 MISSION SOUTH POLE - CHANDRAYAN
JUST LIKE MISSION MANGAL
অথবা PARAMANU
প্রথম পরমাণু বোমা ফাটানো নিয়ে সিনেমা হয় নি
হয় নি প্রথম স্পেস সাটল পাঠানো নিয়েও
 কারণ
ওটা স্বাভাবিক কাজ ছিল
সরকারের যা করার কথা সেই কাজ |

তখন সরকারে যে রাজনৈতিক দল থাকত তারা বলত না
সরকারের বিরোধিতা মানে
টুকরে টুকরে গ্যাং
অথবা
URBAN NAXAL.
যদিও INDIA IS INDIRA
এই তিনটে শব্দের মধ্যে দিয়ে
ব্যক্তি = সরকার = দেশ
এটা প্রমাণ করার অপচেষ্টা শুরু হয়েছিল ৷


সেই বিষবৃক্ষে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ফল ধরেছে ৷
যাই হোক
একটা ভাবী সিনেমার নাম দিয়ে দিলাম ৷

পরিণতি

 

কেউ বিরোধীদের "টুকরে টুকরে গ্যাং" বলে
কেউ বলে "আরশোলা"
একসময় তারাই বলত "কামাওবাদী"
একটি বিশেষ সময় থেকে বিশ্ব পশ্চিমবঙ্গে 
একটি বিশেষ রাজনৈতিক দলের বিরোধিতা মানে হল
উন্নয়ন বিরোধিতা।
 
দুর্গা মা র পথে হেঁটে
আজ ভারতে
একটি বিশেষ রাজনৈতিক দলের বিরোধিতা মানে হল
দেশদ্রোহিতা।
 
ইতিহাস ভুলে যেতে দেয় না সময়ের পরম্পরা কে
যারা সাধারণ মানুষকে দেশদ্রোহী আর উন্নয়ন বিরোধী বলছে
দয়া করে মনে রাখুক
অশ্বত্থামা আর কৃপাচার্যের পরিণতির কথা।
 
হিটলার আর মুসোলিনির কথা মনে রাখতে হবে না
কারণ ওরা বিদেশী।
শ্রীতোষ ২৪/০৮/২০২৩