10 July, 2014

ব্যঙ্গ

হীরক রানির আপন দেশে
আইন বড় সর্বনেশে,
কেউ যদি ভাই নালিশ করে
পেয়াদা এসে তাকে ধরে,
২১ বাটি নস্যি পুরে
২১ দফা হাঁচিয়ে মারে।

হেথায় যখন ছবি আঁকে
তাহার জন্য টিকিট লাগে,
আঁকলে পরে বিন টিকিটে
দুম দুমা দুম লাগায় পিঠে,
পথের মোড়ে হয় বিচার
২১ টি চড় দণ্ড তার।

লিখতে গিয়ে ব্যঙ্গ ছড়া
হেথায় যদি পড় ধরা,
তবে আছে দুঃখ জেনো
২১ দিস্তা কাগজ কিনো,
২১ হাজার স্ততি করে
পাঠাতে হবে রানীর ঘরে।

হেথায় গালি দিতে হলে
রানীর সান্ত্রী হলেই চলে,
২১ খানা ফুলের তোড়া
২১ হাঁড়ি মিঠাই ভরা-
পাঠান রানী তাহার ঘরে
গালির জন্য তারিফ করে।


কৃতজ্ঞতাঃ সুকুমার রায় 

No comments:

Post a Comment