21 January, 2021

করুণা

যে সব মানুষ অন্যকে ধর্ষণ করার হুমকি দেয় কারণ সে তার মত মেনে চলে না তাকে গোটা পৃথিবী "বেজন্মা" বলতে পারে আমি বলি না আমি তাকে বলি " শিক্ষিত সুজন্মা" কারণ সে নিজের পরিবার, নিজের শিক্ষক - শিক্ষিকা - নিজের পারিপার্শ্বিক থেকে সেই শিক্ষা পেয়েছে নিশ্চয়। যদি না পেয়ে থাকে তাহলে তার পরিবারের - তার শিক্ষকের - তার পারিপার্শ্বিক সমাজের ক্ষমা চাওয়া উচিত পৃথিবীর সমস্ত মানুষের কাছে কারণ সেই পরিবার - সেই শিক্ষক - সেই পারিপার্শ্বিক সমাজ তাকে মানুষ (মান + হুঁশ) করতে পারে নি। আজকে যারা অন্যমতের মহিলাদের গ্ণধর্ষণ করার হুমকি দেয় (কিছু দিন বাদে হয়তো পুরুষ দের দেওয়ালে দাঁড় করানোর হুমকি দেবে) তাদের পরিবারের - শিক্ষকের - পারিপার্শ্বিক সমাজের প্রতি আমার করুণা হয়।

সুজন্মা অথবা প্রকৃত দেশপ্রেমিক

আজ ভোট এসেছে অথবা আসছে। তাই বিবেকানন্দ, নেতাজী আর রবীন্দ্র নাথ কে নিয়ে কত কাড়াকাড়ি / মারামারি! নজরুল অথবা সুকান্ত এর নাম কেউ আনছে না আজ পর্যন্ত কারণ "জাতের নামে বজ্জাতি আজ জাত জালিয়াত খেলছে জুয়া ছুঁলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয়কো মোয়া" নজরুল লিখেছিলেন নরেন্দ্র নাথ দত্ত ছোট বেলায় নিজের বাড়ির বৈঠক খানায় দেখেছিলেন অনেক হুঁকো রাখা আছে জিজ্ঞাসা করে জেনেছিলেন এক হুঁকো বামুনের এক হুঁকো কায়স্থের একে যদি অন্যের হুঁকোয় টান দেয় তাহলে জাত যায়> নরেন দত্ত (বিলে) সব হুঁকো তে টান দিয়ে দেখতে চেয়েছিলেন কিভাবে হুঁকোতে টান দিলে জাত যায়? আপনারা ভদ্রলোকের সন্তান আমি আপনাদের মা - বোনদের ধর্ষণ করতে চাই না আমি একটা প্রশ্ন করি আপনারা যদি নরেন দত্ত (বিলে) যার পরবর্তী নাম স্বামী বিবেকানন্দ তার আদর্শ মেনে বাঁচেন (ভোটের খাতিরেও) তাহলে যে মানুষ গরু খায় শুয়োর খায় তার উদ্দেশ্যে কি করে বলেন তোকে আমি অথবা আমরা ধর্ষণ করব রাস্তায় উলঙ্গ করে নাচাব। আশা করি আপনারা সমাজের সেই সুন্দর সন্তান সব নিজের পরিবারে মহিলারা যখন আপনাদের মতের সাথে একমত হন না তখন তাদের ও গণ ধর্ষণ করাতে চান রাস্তায় উলঙ্গ করে নাচাতে চান আপনারা তো স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে চলেন! তাই না? আপনারা রবীন্দ্রনাথ কে নিয়ে নাচন কোঁদন করছেন কবিগুরু কি লিখেছিলেন একবারও কি পড়েছিলেন মনে রেখেছিলেন - বুঝতে চেয়েছিলেন "জন গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা" শব্দ গুলির অর্থ কি? "পরাক্রম দিবস" কিংবা অথবা "দেশ প্রেমিক দিবস" নিয়ে ঝগড়া চলে রবীন্দ্র নাথ, বিবেকানন্দ, নেতাজী সুভাষ কোন উন্নয়নের স্বপ্ন দেখান নি কোন "অচ্ছে দিন" এর স্বপ্ন দেখান নি এঁরা কেউ নিজেকে "ফকির" অথবা "সততার প্রতীক" ও বলেন নি তাঁদের অনুসারী কেউ ছিলেন অহিংস আন্দোলনের পথে চলা কেউ বা ছিলেন অস্ত্র নিয়ে তাঁরা সকলেই ছিলেন মানুষের পাশে। তাঁরা কেউ এবং তাঁদের সাথে যাঁরা পথ চলেছেন তাঁরাও অন্য মতে চলা ভারতীয় মানুষ এর মা - বোন দের ধর্ষণ করার হুমকি দেন নি। আজকে ভারতের কিছু অনন্য সুন্দর সন্তান যেমন দিচ্ছে। আবার বলি ভারতের সেই অনন্য সুন্দর সন্তান রা হয়তো বা নিজের বৃদ্ধা মা নিজের ৫ বছরের সন্তান যদি তাদের মত না মানে তাদের ধর্ষণ করাতে চায় নিজের স্ত্রী যদি নিজের মত না মানে তাহলে তাকে রাস্তায় উলঙ্গ করে নাচাতে চায় অথবা প্রকাশ্য রাস্তায় তার মুণ্ডু কেটে নিতে চায় তাহলেই তো সঠিক দেশ প্রেমিক হওয়া যায় সনাতন ধর্মের পৃষ্ঠ পোষক হওয়া যায়। আপনারা "সুজন্মা" আপনারা প্রকৃত দেশ প্রেমিক। শ্রীতোষ ২১ / ০১/ ২০২১

12 January, 2021

উত্তর

 

বন্ধুরা একবার একটু উত্তর দিন না
পৃথিবীর ১০০% অন্ধ মানুষের জন্য
মাত্র ১ টি মানুষ লিখেছিলেন বর্ণমালা
মাত্র ১৫ বছর বয়সে
সংখ্যার হিসাবে তিনি
পৃথিবীর কত শতাংশ?
 
বন্ধুরা আবার একটা প্রশ্ন করুন না
যে মানুষটার জীবন কাটল
হুইল চেয়ারে বসে
তিনিই তো করলেন
মহাকাশের তত্ব রচনা।
সংখ্যার হিসাবে তিনি পৃথিবীর মানুষের
ঠিক কত শতাংশ?
 
আরও একটা প্রশ্ন জাগিয়ে দিন
যে মানুষ টা বলেছিল
পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে
সেই মানুষ টা সেই দিন
পৃথিবীর মানুষের মধ্যে ঠিক
কত শতাংশের অধিকারী ছিল?
 
আর আজ পৃথিবীর
ঠিক কত শতাংশ মানুষ
তাঁর মত মেনে চলে?
শতাংশ নিয়ে প্রশ্ন উঠলে কি
শতাংশের হিসাব চাওয়া যায় না?
বিদেশ ছেড়ে দেশে আসি?
 
একজন মানুষ বলেছিলেন
""আমিই সে" - "সোহং"
তিনি ভারতের মানুষের মধ্যে
ঠিক কত শতাংশ ছিলেন?
আজ ঠিক কত শতাংশ মানুষ
তাঁর মত মেনে চলে?
 
"মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ।
যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধীঃ কামমোহিতম্।।"
এই শব্দ গুলি যিনি উচ্চারণ করেছিলেন
তিনি ভারতের ঠিক কত শতাংশ মানুষ ছিলেন?
আজ রাম নিয়ে কত শতাংশ মানুষ আবেগে বিহ্বল?
 
অনেক শতাংশ প্রশ্ন দেখি?
শতাংশ তুলে উত্তর দিতে দেখি না।
তাই কিছু শতাংশের প্রশ্ন তুললাম
আর শতাংশের উত্তর ও দিতে চাইলাম।
 
আসলে সত্য এর শতাংশ যদি বর্তমান সময়ে
১০০ কোটি ভাগের এক ভাগও হয়
তবু ও ইতিহাস প্রমাণ করেছে
সত্যের শতাংশ আগামী পৃথিবীর
১০০ শতাংশ হয়।
শ্রীতোষ ১২/০১/২০২১