26 April, 2022

বিশ্বাস

এ পৃথিবীতে যত অন্যায় জাগে তা একদিন হেরে যাবে মুসোলিনির মত সে উল্টে লটকাবে হিটলারের কবরের মতন তাকে কেউ খুঁজে না পাবে। ওরে ভয় পাওয়া মন তুই ভাবিস না এখন তুই বিশ্বাসে থাক লড়াইয়ে থাক তোর ভয় পাওয়া বারণ। ওরে বন্ধু তোর স্বপ্ন, দেখছিস যা তুই এখন তোরই পথে চলবে মানুষ তোর ভয় পাওয়া বারণ। তোর বুকেতে সত্য লেখা তোর পৃথিবী বাঁচতে শেখায় তোর মৃত্যু বারণ। তুই তো দেখাস স্বপ্ন তুই রাম নয় রাবণ। ওরা যত হানবে আঘাত তা একদিন মুছে যাবে তোর বিশ্বাসের কাছে ওদের প্রলোভন হেরে যাবে, হিটলারের কবরের মত তা অন্ধকারে ঢুকে যাবে। ওরে বিশ্বাসী মন তুই স্বপ্ন দেখ এখন তোর স্বপ্ন থাক বিপ্লবে আর বিদ্রোহে তা সফল হবে সময় দেখছে সে লক্ষণ। লিখল শ্রীতোষ সৌজন্যঃ উমরবাবি - তানসেনের তানপুরা

12 April, 2022

আইনের ওপর ভরসা আছে

আমি যদি ভাদু শেখ হতাম কবরের অন্ধকারে শুয়ে বলতাম আমার দিদির প্রতি ভরসা আছে আইনের ওপর ভরসা আছে (যেমন আনারুল বলেছে)। আমি যদি হাঁসখালির সেই মেয়েটা হতাম যার কিনা অ্যাফেয়ার ছিল অথবা প্রেগন্যান্ট ছিল আমার মৃত শরীর টা যখন কেরোসিনে জ্বালানো হচ্ছিল (আসলে উন্নয়নের আগুনে) আমি বলতাম আমার দিদির প্রতি ভরসা আছে আমার আইনের প্রতি ভরসা আছে। কারণ দিদিই তো বলেছিলেন কামদুনি হত্যা কান্ডের দোষী দের ফাঁসী এবং মৃত্যুদণ্ড হবে। তিনিই তো বিচার পতি তাই কামদুনি হত্যাকাণ্ডের দোষীদের ফাঁসী আর মৃত্যদন্ড দুইই হয়েছে। অনেক বছর আগে (যদিও কেউ জানে না তারিখ ও সময়) তাই তো আনারুলের ও দিদির প্রতি ভরসা আছে মানে আইনের প্রতি ভরসা আছে অক্সিজেন কম যাওয়া রোগীদের উডবার্ন আছে সকলেরই আইনের প্রতি ভরসা আছে। একান্ত ভাবেই আইনের প্রতিই ভরসা আছে

বাংলায় সব তৃণমূল" এটাই শেষ কথা।

বাংলায় সব তৃণমূল" এটাই শেষ কথা। ১৯৭৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কেউ বলতে পারে নি পশ্চিম বঙ্গে সক্কলে বামপন্থী। যদিও সেই সময়ে যে রাজ্য সরকার ছিল তার সংখ্যা গরিষ্ঠ সদস্য রা বাম পন্থায় বিশ্বাস রাখত। ইতিহাস সাক্ষী আছে সুমন - দেবনারায়ণ - জয় গোস্বামী কাক চরিত্র সাক্ষী আছে পরম ব্রত ও বলবে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য কোন দিনও বলেন নি পশ্চিম বঙ্গে সব বামপন্থী অথবা সিপিআইএম কারণ তাঁরা জানতেন সকলে বামপন্থী হয় না হতে পারে না। আজকে সরকারী দলের মুখ্যমন্ত্রী (রাজ্যের নন) বলেন রাজ্যের সবাই তৃণ মূল। ভালো লাগল কারণ তিনি মেনে নিলেন বালি খাদানে তৃণ মূল পাথর খাদানে তৃণ মূল পুলিশ রাও সব তৃণ মূল ধর্ষণেতে তৃণ মূল উড বার্নে তৃণ মূল ভাদু শেখ ও তৃণ মূল আনারুল ও তৃণ মূল শিক্ষক চাকরীতে তৃণ মূল কয়লা পাচারে তৃণ মূল গরু পাচারে তৃণ মূল উডবার্নে ও তৃণ মূল কুকুরের ডায়ালিসিসে তৃণ মূল ২০১১ র অজস্র কমিশন গড়ে রিপোর্ট এল না কাউকে শাস্তি দেওয়া গেল না সাধারণ মানুষের করের পয়সা খরচা হল ফালতু তার পিছনেও তৃণ মূল রিলেশন থাকলে ধর্ষণ করা যায় এই তাত্ত্বিক গবেষণা তেও তৃণ মূল বিধান সভা ভাঙচুরেতে তৃণ মূল সব কিছুতেই তৃণ মূল। সততার প্রতীক সদা সত্য বলেন তাই অনুপ্রাণিত হয়ে আমিও তৃণ মূল নব্য তৃণ মূল এত গুণ গান গাইলাম একটা সরকারী কমিটিতে সুযোগ পেলেই আরও গান গাইব ধর্ষণের পিছনে "প্রেক্ষিত" নয় ধর্ষিতার বাবা - মার চরিত্র নিয়ে আলোচনা করব আমি চরম তৃণ মূল জয় ডঃ সততার প্রতীকের অনুপ্রেরণার জয় আদিরা কেউ কিছু বলবেন

11 April, 2022

সেদিন আপনাদের পাশে আমি থাকব

আপনারা তো রুদালি নন দয়া করে কাঁদবেন না আপনারা "প্রেক্ষিত" খুঁজে ফিরুন। একটা কথা মনে রাখবেন আপনারা যারা রুদালি নন বলে নিজেদের মনে করেন তাঁরা দয়া করে মনে রাখুন একটা সাধারণ কবিতার শেষ লাইন "ওরা যখন আমাকে নিয়ে যেতে এল তখন আমার পাশে কেউ নেই" সেদিন যদি আমি থাকি আজকের এই সময় এই মুহূর্ত সাক্ষী থাকুক আমাকে যদি না নিয়ে যায় সেদিন আপনাদের পাশে আমি থাকব সময় ২২ টা ৩০ দিন ১১ই এপ্রিল সাল ২০২২ প্রার্থনা করুন আপনাদের মত রুদালি দের আগে যেন আমাকে ওরা না নিয়ে যায় লেখকঃ শ্রীতোষ বন্দ্যোপাধ্যায় বি দ্রঃ আমি জানি আপনাদের আগে আমাকে যদি ওরা নিয়ে যায় তাহলে আপনারা সেই একই কথা বলবেন "ওরা তো আমাকে ধরতে আসে নি" এবং আপনাদের সৌভাগ্য যেদিন আপনাদের ধরতে আসবে সেদিন আমি থাকব না আমি অর্থে আমরা

ধর্ষিতা বাংলা

আজকে ধর্ষিতা বাংলার পরিপ্রেক্ষিতে (প্রেক্ষিত শব্দটাকে আমি স্ল্যাং বলে মনে করি রুদালি বলে মনে করি) অন্য রকম কিছু শব্দ লিখতে ইচ্ছা হচ্ছে। বেশ কিছু ঘণ্টা আগে ১৯৯১ সালে তখন আমি সদ্য চাকরী পেয়েছি “হাম আপকে হ্যায় কৌন” সিনেমার গান নিয়ে কথা হচ্ছে ৫ নম্বর বাসের আড়াই তলায় একজন বললেন এই গান গোল্ডেন ডিস্ক পেয়েছে আমি বললাম আজ থেকে আড়াই ঘণ্টা পার হয়ে যাক আমিও থাকব আপনিও থাকবেন (যদি না থাকেন তাহলে পরবর্তী প্রজন্ম কে বলে যাবেন) ৫ নম্বর বাসের আড়াই তলায় দাঁড়িয়ে এক কেরানি বলে গেছিল হেমন্ত – সন্ধ্যা – মান্না – কিশোর – লতা রফি – মুকেশ এর গান আজ থেকে ২৫ বছর পরেও যখন রাস্তায় বাজবে তখন মানুষ একটু হলেও কানে নেবে। এক মুহূর্ত হলেও থমকে দাঁড়াবে। আর আপনার এই গোল্ডেন ডিস্কের গান মানুষ ভুলে যাবে অথবা বিয়ের ব্যান্ডে জগঝম্প হয়ে বাজবে আজকে তা প্রমাণিত সত্য। আজকে সিরিয়ালেও সেই গান বাজে। নতুন গান লেখা হয় না। পুরানো সেই গান ডি জে রা বাজায় না কারণ একই ভাবে আজও মানুষ বামপন্থীদের সময়ের সাথে বর্তমান সময়ের তুলনা করে। মনে মনে। আমি শুধু ভাবি সেই ১৯৯১ সালের বাস যাত্রী হিসাবে আজকের সময়ে আমার বাস সঙ্গীরা সোজাসুজি কথা বলতেন এখন লুকিয়ে লুকিয়ে ও কথা বলতে পারেন না কারণ তাঁদের তো পরিবার আছে আর পরিবারের সামনে দাঁড়িয়ে পার্ক স্ট্রীট – বারাসত – কামদুনি এবং শেষ হয়েও শেষ নয় হাঁসখালি অর্থাৎ উডবার্নের উন্নয়ন উডবার্নে যারা ছিল এবং যারা আছে তাদের বার্নের জন্য উড যেন খুঁজে না পাওয়া যায় একথা বলতে পারলে বড় খুশি হতাম যেহেতু বুদ্ধি টি উ বার কু লো সিস (বুদ্ধি টিবি) নই তাই বললাম না। শিব শর্মা

এ লেখা তবুও থাকল

ফেসবুকের ক্ষমতা থাকলে রিচ কমিয়ে দিক করুক ব্লক পরোয়া করি না রিচ নিয়ে ভাবিই না আমি তো নিজের প্রতি বিশ্বাস হারাই না একটা প্রোফাইল ছিল দুই দেশের দুই সরকারী প্রধান দুজনেই ময়লা পরিষ্কার করার ছবি মিডিয়া কে দিয়ে কিভাবে প্রচার করেছিল সেই তুলনার ছবি হোয়াট স অ্যাপ থেকে নিয়ে (বক্তব্য সহকারে) আমার প্রোফাইল ব্লক করা হয়েছিল আত্ম পক্ষ সমর্থনের কোন সুযোগ না দিয়েই। কারণ আমি ফেসবুকের অচ্ছে দিন আর উন্নয়নের কমিউনীতি স্ট্যান্ডার্ড ভঙ্গ করেছি। তবুও নিজের নামেই লিখি আজকের এই পোস্ট ও হয়তো অচ্ছে দিন আর উন্নয়নের কমিউনীতি স্ট্যান্ডার্ড ভঙ্গ করল। এ লেখা তবুও থাকল একটা মানুষের মনে আর সবাই জানে একটা দেশলাই কাঠি পুড়ে যায় তবু তার আগে আগুন জ্বালিয়ে যায়। "আমি একটা ছোট্ট দেশলাই কাঠি"