20 July, 2014

আবার আসব ফিরে

এ সময় বড় কঠিন
বড় অন্ধকারে ভরা,
চিলেদের কালো ডানা
ঢেকেছে ভোরের মায়াবী আলো
এই সময় চায়
একটুখানি ভালোবাসা।

তাই সাইবেরিয়ার সারসের মত
ডানায় সমুদ্রের গন্ধ নিয়ে উড়ে আসি আমরা
আমাদের সাদা শরীরের পবিত্রতায়
আমাদের দুরন্ত শপথে
চিলেরা হয় ছিন্নভিন্ন
আমাদের ভালোবাসা রং ধরায়
সময়ের বুকে ।

আমরা আবার উড়ে চলি সেই দেশে
যেখানে চিল গুলো নতুন খাবার খোঁজে !
শুধু বলে যাই-
চিলগুলো উঠে এসেছিল তোমাদেরই মাঝ থেকে
চিনতে পারনি ওদের ছদ্মবেশ,
তাই এক ভুল কোর না আর-
তবুও যদি দেখ কোন দিন – কোন খানে
ডাক দিও সাথী-
আবার আসব ফিরে সূর্যের রোদ্দুর-
আর ভালবাসার গান নিয়ে,

আবার আসব ফিরে।

No comments:

Post a Comment