14 August, 2019

দিদিকে বল

হ্যালো এটা কি ৯১৩৭০৯১৩৭০
ডীডীভাই তুমি পারছ কি শুনতে
সময় যাচ্ছে চলে এই জিও মোবাইল ফোনে
দিন না কিশোর, দিদি কে একটি বার
হ্যালো এটা কি ৯১৩৭০৯১৩৭০
অনেক এনগেজ টোন পরে
রিং হচ্ছে এই বার
দিদি কি শুনবে না আমার হাহাকার?


আমার নাম তো সেই সাল্কু সোরেন
আমার মা তো বিচার পেল না আজও
আমার নাম তো ওই তাপসী মালিক
আমার বাবা করে চলে হাহাকার
হ্যালো এটা কি ৯১৩৭০৯১৩৭০
দিদিভাই তুমি পারছ কি শুনতে
সময় যাচ্ছে চলে
প্রতিদিন প্রতি পলে
উত্তর চাই আমরা এই বার।

হ্যালো এটা কি ৯১৩৭০৯১৩৭০
আমি সেই সারদা এজেন্টের মেয়ে
বাবার দড়ি ঝোলা শরীরটা দেখে
পথেতে দাঁড়িয়ে দেখো আমি রং মেখে
কেন আমি আজ পথে
উত্তর চাই এই বার
হ্যালো এটা কি ৯১৩৭০৯১৩৭০
উত্তর মিলবে কি আমার?

আমি তো কামদুনির সেই মেয়ে
চেরা দুই পা নিয়ে তোমাকে দেখছি চেয়ে
পাইনি বিচার আজও
হ্যালো এটা কি ৯১৩৭০৯১৩৭০
বলবে কি দিদি আমায়
মিলল না বিচার
রইল প্রশ্ন আমার।

এমনই করেই অনেক প্রশ্ন জাগুক
৯১৩৭০৯১৩৭০ এই নম্বরে অনেক প্রশ্ন আসুক
উত্তর তার আশা কোর না হে সাথী
তবু তোমার কণ্ঠ তুলুক প্রশ্ন বার বার
নীরব কণ্ঠ ওই নম্বরে
উত্তর দিল জেনো তীব্র স্বরে
উত্তর কি তার
উত্তর হল
এই লেখাতেই তোলা প্রশ্ন গুলোর
উত্তর দিতে
ব্যর্থ তিনি ব্যর্থ তার সরকার।

হ্যালো এটা কি ৯১৩৭০৯১৩৭০
সরকার তুমি পারছ কি শুনতে?
(আসলে সরকার মানে তো দিদি
না হলে দিদি বল কেন চালু হল?)
শ্রীতোষ ৩০/০৭/২০১৯

কাশ্মীর কি কলি


আসিফা নামে একটি মেয়ে ছিল
ছোট্ট একটি মেয়ে
হয়তো বা সে এক ঝর্ণা হয়ে
সমুদ্রে মিশতে চেয়েছিল।

আসিফা একটি মেয়ের নাম ছিল
মিষ্টি একটি মেয়ে
হয়তো বা সে কোকিল হয়ে
পৃথিবীকে গানে গানে
ভরিয়ে দিতে চেয়েছিল।


আসিফা একটি হাসি – খুশী মেয়ে ছিল
সবুজ মাঠের বুকে
প্রজাপতির মত উড়ে বেড়ানো মেয়ে
একটি ছোট্ট কুঁড়ি
হয়তো সে একটি সুন্দর ফুল হয়ে
রূপে – রঙে পৃথিবীকে ভরিয়ে দিতে চেয়েছিল।

আসিফা আজ নেই
কিছু উন্মত্ত দানব
কয়েকটি দিন ধরে
 তাকে ছিঁড়ে খেয়েছিল
আসিফাও কিন্তু
“কাশ্মীর কি কলি” ই ছিল।

আজ বাজারি মিডিয়ায় পড়া একটি লেখা আমার এ লেখার প্রেরণা। হ্যাঁ, আজও কিছু কিছু ক্ষেত্রে বাজারি মিডিয়া (পড়ুন আনন্দ বাজার) মানুষের বিবেকের কাজ করে।