07 July, 2014

রাতের অন্ধকার নিভে যায় ভোরের আলোতে
সারারাত চিৎকার করা শ্বাপদেরা নেয় বিশ্রাম,
এই ভাবে রাত দিন হয় আর দিন হয় রাত
নিয়ম !
কিন্ত যখন শ্বাপদেরা বার হয় দিনে আর রাতে-
দিন আর রাতের কোন থাকে না তফাৎ,
তখন মানুষ নিয়মের দাসত্ব ফেলে ভেঙ্গে
গর্জে ওঠে প্রতিবাদে।
তখন আসে নিয়ম ভাঙ্গা ঝড়-
তখন সময় যুদ্ধের !
আমি সেই ঝড়ের গর্জন শুনছি
আসছে ঝড় -

No comments:

Post a Comment