16 July, 2014

আজ নিজেকে বড় ভাগ্যবান মনে হয়
কারণ আমার নিজের কোন সন্তান নেই
থাকলে সে “সৌরভ” কিংবা “সুদীপ্ত” অথবা “বরুণ” হত
কিংবা হত “নির্ভয়া” বা “অপরাজিতা”।
আজ বাড়ির সামনে “সৌরভ” নিরাপদ নয়-
বিদ্যালয়ে নয় “নির্ভয়া”।
মিছিলে হাঁটার অপরাধে বলি হয়
“সুদীপ্ত”র বিদ্রোহী যৌবন।

আজ আমার নিজেকে বড় অপরাধী মনে হয়
কারণ আমার নিজের কোন সন্তান নেই,
থাকলে সে “সৌরভ” কিংবা “সুদীপ্ত” অথবা “বরুণ” হত
প্রতিবাদে প্রতিরোধে ঝরাত বুকের রক্ত !
সেই রক্তের রঙে সূর্য হত লাল
আসত নতুন ভোর !

আজ আমার নিজেকে খুব সুখী বলে মনে হয়
কারণ আজ আমার অজস্র সন্তান
তাদের প্রত্যেকের মুখে,
সৌরভ, সুদীপ্ত, বরুণের আগুন ঝরা চোখ দেখি-
শক্ত চোয়ালে লালিত প্রতিজ্ঞা দেখি-
মুষ্টিবদ্ধ হাতে প্রতিবাদ দেখি-
মিছিলে হাঁটা তাদের দৃপ্ত পদক্ষেপে আগত বিদ্রোহ দেখি-
আমি ভোরের সেই সূর্যটাকে দেখি ।


No comments:

Post a Comment