14 July, 2014

শব্দে যখন বসাই সুর
কখনও কখনও হয় বেসুর
তাই বলে কি গান হারায়
ক্লান্ত মরুর বালুবেলায়
বেসুর যেন সুরেই বাজে
মরুদ্যানের পথের মাঝে।

জীবন নদী ডাকছে ভাই
আসছে জোয়ার থামব নাই
হালটারে ধর শক্ত হাতে
আসবে তুফান সামনে পথে
চলরে সাথী চলরে তাই।

নামল আঁধার  দিনের শেষে
ক্লান্তি এসে মনেই মেশে
তাই বলে কি থামতে হবে
প্রভাত হলেই চলতে হবে
থামব সে যে আলোর দেশে।

জীবন নদী ডাকছে ভাই

চলরে সবাই চলরে তাই।

No comments:

Post a Comment