07 July, 2014

পদ্য নাকি গদ্য নাকি কান্না !

হাতে নিয়ে হাতিয়ার
       নেকড়েরা তৈয়ার
মানুষ হয়েছে আজ খাদ্য !
রক্তের বন্যায়
       ভেসে যায় সব ন্যায়,
(ওরা) লাশের বুকেতে লেখে পদ্য !

(তবু ) এসেছে রঙের দিন
              রক্ত রঙিন
দেরি নয়, বয়ে যায় বেলা
আজ হবে খুব হোরি খেলা
(ওরে) দেরী নয় বয়ে যায় বেলা !

GENERAL O DIER
জালিয়ানওয়ালাবাগের সুখ্যাত রক্ষক
নেকড়েরা প্রণাম করে তোমায় !

রক্ত হোলী সাঙ্গ হবে নেকড়েদের মরণে ।
তবুও থাকবে ওরা স্মরণে !
কারণ চিনে নিতে হবে অন্ধকার-

চিনে নিতে হবে নেকড়েদের !

No comments:

Post a Comment