18 February, 2021

ভ্যাবলা

ভাবছি আর ভাবছি ভাবতে ভাবতে ভ্যাবলা হয়ে যাচ্ছি করোনার টিকা এসেছে ভালোই তো গোটা বিশ্বে যারা লক ডাউন ঘোষণা করল করোনাকে অতিমারী ঘোষণা করল সেই সব রাজনৈতিক নেতাদের সবার আগে করোনা টিকা নেওয়ার দরকার ছিল কোন সে নেতা নিয়েছে? একটা নাম বলতে পারবেন কেউ এই প্রশ্ন করার মুহূর্তে আমি এক সাধারণ মানুষ তাই প্রশ্ন করি মানুষকে যার আছে মান আর আছে হুঁশ সারা পৃথিবীর মানুষকে আমি প্রশ্ন করি যারা আমাদের বন্ধ করে রেখেছিল চার দেওয়ালের মধ্যে সেই সব নেতারা রাষ্ট্র নায়ক রা কেন প্রথমেই করোনা টিকা নিচ্ছে না? তারাই তো সই করেছে সেই কাগজ গুলোতে পৃথিবীর বিভিন্ন দেশে তাই না! কেন তারা গিনিপিগ করছে স্বাস্থ্য কর্মী এবং ডাক্তার দের নেতারাই তো পথ দেখায় সাধারণ মানুষকে তাহলে গোটা পৃথিবীর রাষ্ট্র নায়ক তোমরা তোমাদের প্রতি প্রশ্ন এই লেখায় বার বার করব একটাই "এত ভয় কিসের তোমাদের?" "তোমরা কেন নিজেরা টিকা নিচ্ছ না" প্রশ্ন আমার সহজ উত্তর তোমাদের ও জানা ব্লক হতেই পারি এই লেখার জন্য কারণ প্রশ্ন বড় কঠিন যদি উত্তর দিতে চাও তাহলে বলি তোমরা যারা প্রতিটি দেশের রাষ্ট্র নায়ক এবং তাদের সহকর্মী সরকারী অথবা বিরোধী দলের তারা চিকিৎসক এবং তাঁদের সহকারী দের করোনা টিকা নেওয়ার আগে নিজেরা টিকা নিয়ে দেখাও কারণ তোমরাই তো অনুমতি দিয়েছ ওই টিকা মানুষের শরীরে দেওয়ার। তোমরা কি মানুষ নও? শ্রীতোষ লিখল এই কারণে কারণ আজ পর্যন্ত কোন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় নি এ কথা পৃথিবীর কোন প্রেসিডেন্ট / কোন প্রধান মন্ত্রী / কোন ক্যু দেতা করা সামরিক নায়ক করোনা টিকা নিয়েছে এদের অনেকেই কিন্তু করোনা টিকা নিতে হবে বলে অনেক কিছু বলেছে। আমি লেখা শেষ করার আগে শেষ কথা লিখে যাই আমার এ লেখা "ফেসবুক কমিউনিটি ঈস্তন্দারদ বিরোধী হবে" এটা আমি জানি প্রোফাইল আবার হারিয়ে যাবে। তবুও প্রশ্ন গুলো জাগবে।

05 February, 2021

১% রবীন্দ্রনাথ

“১% রবীন্দ্রনাথ ঙ্গ ১২২” “অ ৪৩২” “ন ৮৭৬” “ল ১৫৮২” জানি জানি সেতো জানি নির্বাচন এলে প্রতিশ্রুতি আসবেই যদি ক্ষমতায় আসা দল প্রতিশ্রুতি রাখতে না পারে তখন সেই দলের সমর্থক রা আজকের সময়ে বিরোধী দের প্রতি টুকরে টুকরে গ্যাং আরবান নকশাল খলিস্থানি চিনের দালাল এসব কথা বলবেই। তখন মানুষ কি করবে মানুষ আমাকে জানবে মান আর হুঁশ থাকা মানুষ তো বটেই যাদের ওই সবের কিছুই থাকে না শুধু মানুষের চেহারা ধারী তারাও!!!! মানুষ জানবে যক্ষ পুরীর কথা যে যক্ষপুরী তে মানুষের পরিচয় কঙ্গনাঃ “ঙ্গ ১২২” অক্ষয়ঃ“অ ৪৩২” শচীনঃ “ন ৮৭৬” লতাঃ “ল ১৫৮২” ওরা যক্ষ রাজের কথা বলে যক্ষ রাজের আদেশে ওরা নড়ে চড়ে। কিন্তু আমি যে ডাক দিয়েছি গেয়েছি শিকল ভাঙার গান বিশু পাগল সে গান গায় রঞ্জন সে তো বাঁধন হারা আর নন্দিনী সে তো বলে “ওরা আমাদের গান গাইতে দেয় না পল রোবসন” তাই তো নন্দিনীর হাতের রক্ত করবী আমার রক্ত করবী। আমি তুলে দিয়েছি তাঁদের হাতে ওই যে মানুষ গুলো চলছে পৃথিবীর বোঝা বয়ে চাবুকের আঘাতে নুইয়ে পড়েছে যারা পিটবগ সেনা দল তারাই তো নিয়ে আসবে নতুন রক্ত করবী ওরা সকলেই তো বিশু পাগল ওরাই তো রঞ্জন ওদেরই কণ্ঠে শুনি আমার লেখা সেই বাঁধন ভাঙার গান। “আজ মারের সাগর পাড়ি দেব রে আমার হাল ভাঙা এই নায়ে আমরা পিট বগ সেনা দল আমরা পায়ে পায়ে চলেছি কোদাল হাতে বধ্য ভূমিতে" ওদের সকলের হাতে তুলে দিয়েছি আমার স্বপ্নের সেই রক্ত করবী। তাই দিল্লীর প্রতিটি সীমান্তে আজ আমার আহ্বান যক্ষপুরীর প্রাচীর ভাঙতে হবে বিশু পাগল গাইছে বাঁধন ভাঙার গান রঞ্জন তুমি সুর মেলাও তোমার বাঁশিতে আর আমার নন্দিনী বলছে বিশু পাগলের গানের সুরে আর রঞ্জনের বাঁশিতে আমি নন্দিনী আমি নাচব! আমার নাচের প্রতিটি পদ সঞ্চারে কাঁপবে ওই প্রাচীর। গানে আর সুরে তাণ্ডব নর্তনে ভাঙবে সে প্রাচীর ভাঙবে। যক্ষ রাজ এবং যক্ষ রাজের ওই ঙ্গ ১২২ এবং তার সাথী দের বলছি আমি যদিও আমি লিখেছি “যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি” হায় রে “ঙ্গ ১২২” “অ ৪৩২” “ন ৮৭৬” “ল ১৫৮২” তবুও তো আমি একটা গানেই ভারতকে ঐক্য বদ্ধ করে গেছিলাম। আপনারা সেই গানটাই ভুলে গেলেন। এতই ঠুনকো আমার সৃষ্ট জাতীয় সঙ্গীতের ঐক্য! তাই তো দিল্লী সীমান্তে যক্ষ পুরীর প্রতিটি প্রাচীরের প্রান্তে আমি বিশু পাগল আমি রঞ্জন আমি নন্দিনী এবং আমি “ঙ্গ ১২২” “অ ৪৩২” “ন ৮৭৬” “ল ১৫৮২” অথবা “বি ৩৭৩” “কু ৭৭৭” এর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আমি একা এবং শত সহস্র রবীন্দ্রনাথ। আমিই তো লিখেছি “রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব-- চাই না শান্তি, সান্ত্বনা নাহি চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি, মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব তুমি আছ আমি আছি।“ দিল্লীর প্রতিটি সীমান্তে দাঁড়িয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট ত্যাগ করা রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বর্তমান লেখকের কলমে আমি বার্তা দিলাম এ লেখা আমার নয় এ লেখা আমাকে লিখিয়েছেন বিশ্বকবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ যিনি তাঁর লেখাতে যক্ষ পুরীর প্রাচীর ভাঙার গান গেয়েছিলেন। শ্রীতোষ ০৫/০২/২০২১