30 December, 2021

ভাবনা

ভারতীয় ক্রিকেট দল আজ সেঞ্চুরিয়ান পার্কে প্রথম উপমহাদেশীয় দল হিসাবে প্রথম টেস্ট জিতল। এ জয় কারা এনেছে তাঁদের নাম কি কি তাঁদের পদবী ওই সব দেখে কি ওরা জড় হয়েছে যারা জাতের নামে ধর্মের নামে মানুষের রক্ত দেখতে চায় ? ওঁরা কাঁড়া যারা ক্ষমতায় থাকতে চেয়ে ভোটের নামে এক মানুষ কে অন্য মানুষ কে খুন করতে শেখায়। (মানভুমের ভাষায় “কাঁড়া” মানে পুরুষ মোষ) যার ল্যাজ মুচড়ে দিলে ঠিক ভুল না বুঝে শিং উচিয়ে দৌড়ায় যেমন বলদ বাংলায় “বলদ্যা” ওরা উসকায় আর তথাকথিত শিক্ষিত মানুষ দৌড়ায় যারা মানুষ কে কাঁড়া বানায় যারা বানায় মানুষ কে “বলদ্যা” অথবা আরও শিক্ষিত ভাষায় “মুর্গি” জাতের নামে বজ্জাতির নামে তাদের রক্ত ঝরে না রক্ত ঝরে কাঁড়া র রক্ত ঝরে বলদ্যার রক্ত ঝরে মুর্গি র। আসছে ২০২২ আশা করব কাঁড়া – বলদ্যা – মুর্গি গুলো একটু হলেও শিক্ষিত হবে যারা তাদের কাঁড়া – বলদ্যা – মুর্গি বানাতে চায় তাদের মানুষ বানাবে কাঁড়া – বলদ্যা – মুর্গি গুলো এক সুরে এক সাথে বলবে আমরা ভিখারি নই আমরা কাজ চাই আমরা নিজের ক্ষমতায় নিজের পরিবারের প্রতিপালন করতে চাই আমরা দুয়ারে ভিক্ষা চাই না আমরা মান আর হুঁশ থাকা এক মানুষ হতে চাই। ভারতীয় ক্রিকেট দল আজ সেঞ্চুরিয়ান পার্কে প্রথম উপমহাদেশীয় দল হিসাবে প্রথম টেস্ট জিতল।

20 December, 2021

ভাবনা

অন্ধকার কে সম্পূর্ণ হতে দাও - তবেই তো মানুষ আলোর খোঁজে আসবে। শ্রীতোষ ২০/১২/২০২১