26 August, 2020

বিদ্রোহ অথবা বিপ্লবী

 

বিদ্রোহ এক ফিনিক্স পাখি
যতবার শাসকের আগুন তাকে পুড়িয়ে মারে
ততবার নতুন করে
বিদ্রোহ জাগে।
 
বিপ্লবী এক প্রমিথিয়ুস
যে অন্ধকারের গর্ভ থেকে
ছিনিয়ে এনেছিল আগুন। 
 
বিদ্রোহ এক যীশু
শাসকের ক্রুশে বিদ্ধ শরীর তার
রক্ত ঝরে।
 
বিপ্লবী ওই মহাদেব
মানুষের প্রতি মানুষের অত্যাচারে
কণ্ঠ তার নীল
তাণ্ডব নৃত্যে বদলে দিতে চায় সময়।
 
শ্রীতোষ ২৬/০৮/২০২০

23 August, 2020

মৃত্যু

 

মানুষ প্রতি টি রাতে মরে - প্রতিটি দিনে বেঁচে উঠবে বলে, 
ঘুমই তো এক মৃত্যু, 
ঘুমের মধ্যে মানুষ চলে যায় এক অচেতন জগতে। 
মানুষ ভুলে যায় একদিন এই রকম এক ঘুম আসবে, যে ঘুম থেকে মানুষ আর জেগে উঠবে না। হয়তো তার আগে এক মারাত্মক যন্ত্রণা (যে যন্ত্রণার অনুভূতিও এক প্রাপ্ত বয়স্ক মানুষ অনুভব করে থাকে কোন না কোন এক সময়)। (প্রাক কথন)
 
তবুও মানুষ মৃত্যুকে ভয় করে
এক অন্ধকার থেকে এসে আর
এক অন্ধকারে মিশে যাওয়া -
এই তো জীবন
একদম নাটকের মত
এক উইংস দিয়ে ঢোকা
দর্শক জানেই না সে
উইংসের ভিতরে কি ছিল সে।
 
অভিনয় চলে
কখন ও স্পট লাইট আলোকিত করে তাকে
কখনও স্টেজের দুর্বল তম অংশে
কখন ও বা স্টেজের গুরুত্ব পূর্ণ কোন স্থানে
আবছা আলো ছায়ায়
অভিনয় চলে - চলতে থাকে।
তারপর কোন এক সময়
উইংসের ভিতরে হারিয়ে যায়
আর ফিরে আসবে না বলে।
হয়তো বা হাততালি পায়
কিংবা পায় না
এক উইংস থেকে এসে
আর এক উইংসে হারিয়ে যাওয়া
এটাই তো জীবন।
 
তবুও এক শিল্পী
মঞ্চের অন্ধকার কোনায়
দাঁড়িয়ে থাকতে চায়
চায় না হারিয়ে যেতে
তবু তাকে হারিয়ে যেতে হয়।
 
তাই তো প্রতিটি রাতের শেষে
জীবন জেগে উঠবে এই আশায়
ঘুমাতে যায়।
জানে একদিন সে জেগে উঠবে না।
শ্রীতোষ ১৭/০৮/২০২০
ঘুমাতে যাওয়ার আগে।

21 August, 2020

বাঁচা

 

মানুষ প্রতি টি রাতে মরে - প্রতিটি দিনে বেঁচে উঠবে বলে, ঘুমই তো এক মৃত্যু, 
ঘুমের মধ্যে মানুষ চলে যায় এক অচেতন জগতে। 
মানুষ ভুলে যায় একদিন এই রকম এক ঘুম আসবে, যে ঘুম থেকে মানুষ আর জেগে উঠবে না। 
হয়তো তার আগে এক মারাত্মক যন্ত্রণা (যে যন্ত্রণার অনুভূতিও এক প্রাপ্ত বয়স্ক মানুষ অনুভব করে থাকে কোন না কোন এক সময়)। (প্রাক কথন)
 
তবুও মানুষ মৃত্যুকে ভয় করে
এক অন্ধকার থেকে এসে আর
এক অন্ধকারে মিশে যাওয়া -
এই তো জীবন
একদম নাটকের মত
এক উইংস দিয়ে ঢোকা
দর্শক জানেই না সে
উইংসের ভিতরে কি ছিল সে।
 
অভিনয় চলে
কখন ও স্পট লাইট আলোকিত করে তাকে
কখনও স্টেজের দুর্বল তম অংশে
কখন ও বা স্টেজের গুরুত্ব পূর্ণ কোন স্থানে
আবছা আলো ছায়ায়
অভিনয় চলে - চলতে থাকে।
 
তারপর কোন এক সময়
উইংসের ভিতরে হারিয়ে যায়
আর ফিরে আসবে না বলে।
 
হয়তো বা হাততালি পায়
কিংবা পায় না
এক উইংস থেকে এসে
আর এক উইংসে হারিয়ে যাওয়া
এটাই তো জীবন।
 
তবুও এক শিল্পী
মঞ্চের অন্ধকার কোনায়
দাঁড়িয়ে থাকতে চায়
চায় না হারিয়ে যেতে
তবু তাকে হারিয়ে যেতে হয়।
 
তাই তো প্রতিটি রাতের শেষে
জীবন জেগে উঠবে এই আশায়
ঘুমাতে যায়।
জানে একদিন সে জেগে উঠবে না।
শ্রীতোষ ১৭/০৮/২০২০
ঘুমাতে যাওয়ার আগে।