27 July, 2014

বা বা বাহারে বাহা বা
আগুন জ্বলে রক্ত ছোটে
মানুষ নামে পথে,
প্রতিবাদ তার মশাল জ্বালায়
মন্দিরে – দরগাতে।

ভালবাসার গান গেয়ে যাও
ইমন তোমার সনে,
দীপক রাগে জ্বালাও আগুন
প্রতিবাদীর মনে।

তোমার জন্য আমার জনম
আমার জন্য তুমি
জাত ভুলে যাও – জাতির টানে
আমার দোসর তুমি।

রক্ত দিলাম, খুন দেব তাই
রাঙা হাসির গান গেয়ে যাই
আসছে নতুন দিন
তোমার গানে, তোমার সুরে

ভৈরবীর – ই বীণ।

No comments:

Post a Comment