19 July, 2014

বিষ আজ আকাশে / বিষ আজ বাতাসে,
বিষ আজ নিশ্বাসে / বিষ ভাসে বিশ্বাসে !

বিষ মোরা দেখি তাই / পুকুরটা বোজাতে,
বিষ মাতে উল্লাসে / নদীটার কান্নাতে।

বিষ আজ জমে আছে / বিশ তলা বাড়িতে,
বিষ আজ ওড়ে হায় / দানবিক হাসিতে।

বিষাক্ত বিষ নিয়ে / গড়ে তুলি এ নগর,
ভুলে যাই তাই ওরে / নীলাকাশ প্রান্তর।

আয় সাথী নিই শ্বাস / বিষাক্ত বাতাসে,
কাটি গাছ বেশী করে / নাগরিক উল্লাসে!

No comments:

Post a Comment