09 June, 2014

সূর্যোদয় – সূর্যাস্তের মুখে
এক আকাশ রং ছড়িয়ে,
কবি লেখেন কবিতা
চিত্রকর আঁকেন ছবি।

সেই রং আলো হয়ে যায়
স্বপ্ন দেখায়,
সে রঙের রঙে রং মিলিয়ে
প্রজাপতি করে খেলা

পাখির কলতান
ভোরের আজান,
বাউলের মেঠো সুর,
আর সন্ধ্যারতির ঘণ্টার শব্দ
প্রদীপের আলো মেখে গায়ে
এক হয়ে বাজে 

No comments:

Post a Comment