26 June, 2014

আত্ম উপলব্ধি।

মানুষের কথা বলার নামে,
আমি দূরে সরিয়ে দিলাম মানুষকে !
মানুষের ছোট ছোট আনন্দ – দুঃখ
ছোট খাটো চাওয়া পাওয়া,
ভুলে গেলাম,
বড় বড় স্বপ্নের কথা বলে !
সাধারণের সাধারণ চাওয়াকে অস্বীকার করলাম !

অহংকারী হয়ে উঠলাম - বললাম
শোন সর্বজনে ঠিক আমি, ভুল তোমরা সবাই
আত্মঅহমিকার জাল বড় পরাক্রান্ত
তাই তোমরা আমায় দূরে দিলে ঠেলে।

ভুল কি শিক্ষিত করবে আমায় ?
নিজের কাছে প্রশ্ন করি নিজে

উত্তর লুকিয়ে আছে সময়ের গভীরে।

No comments:

Post a Comment