05 June, 2014

বিশ্ব পরিবেশ দিবসে কিছু বলা।

উঁচু উঁচু বাড়ি গুলো দেয় চোখ ঢেকে
পাই না খুঁজে তাই আমার আকাশটাকে।
খোলা মাঠ, ধান জমি আর নীল আকাশের নীচে
ছুটে চলে গেছে আমার সে ছোট বেলা।

গ্রামের ছেলে 
সময়ের ডাকে - পেটের ডাকে
আমি আজ শহরবাসী।
শহর আমায় রুটি দিয়েছে
দেয়নি জীবন।

আমার ভালোবাসা
এখনও খুঁজে চলে
সেই নীল আকাশের সীমানায়
ছুটে চলা – হারিয়ে যাওয়া

আমার সে ছোটবেলা। 

No comments:

Post a Comment