07 June, 2014

দামিনী – নির্ভয়া – অপরাজিতা এবং এরকম আরও অনেকের জন্যঃ

আমি সেই চিল হতে চাই।
যার তীব্র নখরাঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে
অত্যাচারীর বুক – শোষকের গোটা শরীর
আমি সেই চিল হতে চাই।

আমি সেই ক্রোধ হতে চাই
যার পবিত্র আগুন পুড়িয়ে ছাই করে দেবে
পৃথিবীর সব শকুনিদের।
আমি সেই ক্রোধ হতে চাই।

আমি সেই পথ হতে চাই।
যে পথে দিনে কিংবা রাতে,
একাকী নিশ্চিন্তে নিজের সাথে
কথা বলতে বলতে তোমরা চলে যাবে
নিজের কাজে ।

ভালোবাসায় ভরা সেই পথ হতে চাই। - শ্রীতোষ ০৭/০৬/২০১৪

No comments:

Post a Comment