20 June, 2014

কথার কোন শেষ হয় না
কাব্যের হয় শেষ,
শেষের মাঝে তবুও থাকে
জীবন গানের রেশ।

জীবন মানে বিশ্ব ভুবন
জীবন মানে আমরা,
জীবন মধুর স্বাদ খুঁজে নেয়
জীবন নামে ভোমরা।

সেই ভোমরার গুন গুণানি
বলছে শোন কথা,
জীবন পথের পথিক সবাই
জীবন বুকের ব্যথা।

ব্যাথার সুরে সুর মিলিয়ে
আনন্দ সুর ঝরে,  
দুঃখ ছাড়া সুখ যে কেমন

চিনতে কি কেউ পারে ?

No comments:

Post a Comment