15 June, 2014

প্রতিবাদের অধিকার

আমি এক পুরুষ
হয়তো আমার পরিচয় আমি কারো
বা বা  কারো ভাই কারো স্বামী
ক্ষতবিক্ষত যোনির কষ্ট –
আমি কি করে পারব বুঝতে
কারণ কষ্ট বুঝতে গেলে
আমাকে যোনি সমৃদ্ধ হতে হয়।

অপরাজিতা মা – তোর কথা বলতে গেলে
তোর মত অত্যাচারিতা হতে হবে
না হলে প্রতিবাদ মিথ্যা হয় – তাই না !

নারী আজ পণ্য
জাঙ্গিয়ার বিজ্ঞাপনে মুখ  ঢাকে শহরটার
অজস্র চুম্বন মেখে গায়ে
অর্ধ নগ্ন পুরুষের আস্ফালনে
আমাকে সেই পুরুষ বা নারীর মত পণ্য হতে হবে
বিকৃত – বিক্রীত হতে হবে
রাস্তার মোড়ে মোড়ে  দাঁড়িয়ে দেখতে হবে
কি ভাবে আমার বোন – আমার স্ত্রী – অথবা
আমার মা
প্রতিদিনের খিদের জ্বালায় বিক্রি করছে
বিকৃত করছে নিজের আত্মাকে

তবে জন্মাবে অধিকার প্রতিবাদের ?

No comments:

Post a Comment