14 June, 2014

পার্ক ষ্ট্রীটের পথে সন্ধ্যা নামে,
উজ্জ্বল আলো আর উচ্ছল আনন্দের সন্ধ্যা।
পানীয়ের গ্লাসের শব্দ
আর নারী – পুরুষের সম্মিলিত হাসিতে
রাত্রি নবীন হয়।

বার ড্যান্সারের চটুল সঙ্গীতে
চমকে ওঠে পথ চলতি সাধারণ মানুষ
অবাক কৌতূহলে তাকায়
পানশালার বন্ধ দরজার দিকে
দরজার ওপাশে তখন ওড়ে টাকা
ধরার চেষ্টা কেউ করে না !
রাত গভীর হয়
হিম পড়ে।

শহরটার ফুটপাথে
সারি বেঁধে শুয়ে থাকে কিছু শরীর
কুণ্ডলী পাকানো,
ভালো করে না দেখলে বোঝা কঠিন
ওগুলো কি !
যেন লিকুইড চাদর গায়ে দিয়ে
শুয়ে থাকা শীতার্ত রাত
ভোরের উষ্ণতার অপেক্ষায়। 

No comments:

Post a Comment