06 June, 2014

গলা পিচ, অসহ্য গরমে গাছের পাতাগুলো
জল চায়।
ঘামে ভেজা রৌদ্রে পোড়া মানুষ
একটু ছায়া খুঁজে পায়
উঁচু উঁচু হাইরাইজের পাশে।

দিন যায় আসে রাত,
ক্লান্ত দিনের শেষে
বিষণ্ণ রাত।
সময় পাশ কাটায় সময়কে
গরমে ও ঘামে !

বেলফুলের যুগ হয়ে গেছে পার।
তবুও
শহরপ্রান্তে
কোন চাঁপা ফুটে ওঠে,
কোন প্রিয় আর তার মানসীর জন্য।

নাগরিক জীবনের পথ পার হয়ে
গন্ধরাজের গন্ধ নিয়ে বুকে,
অসহ্য গরমে ঘামতে থাকা
কোনও কেউ,
বুক পকেটে লুকিয়ে রাখে
কিছু বেল ফুল।


বিষণ্ণ রাত হেসে ওঠে। 

No comments:

Post a Comment