02 June, 2014

আপনারা নাম দিন নিজের কল্পনায়।

পথের পাশে পড়ে থাকে নীরবে
কেউ দেখে না তাকিয়ে
বাগানের এক পাশে সকলের আড়ালে
ওঠে বেড়ে
পথিক চাঁপা ফুলের গন্ধ নেয়
কৃষ্ণচূড়ার রং ছড়ায় তার মনে।
মালী বড় যতন নিয়ে গোলাপ তলে দেয় জল
সুন্দর করে গন্ধরাজ গাছের আশপাশ 
দেয় করে পরিষ্কার।
জবা গাছ টি ঠিক ঠাক আছে কিনা
নজর রাখে তাও।
ওর খবর রাখে না কেউ,
কেউ করে না যত্ন,
তবুও প্রতি সন্ধ্যায় সন্ধ্যা তারার সাথে
কথা বলে –
রাস্তার পাশে অথবা উঠোনে
কিংবা দাওয়ার পাশে
নীরবে ছড়ায় রং
পৃথিবী যখন ডুবে যায় ঘন অন্ধকারে
সকলের অবহেলিত কিন্ত সকলের মনের কাছে থাকা

সন্ধ্যা মালতী !

No comments:

Post a Comment