01 June, 2014

নাম হীন এক পাগলামো

ভালো লাগার অনেক রকম নিয়ম আছে
বাঁধন আছে অনেক প্রকার
ভালো বাসা দেয় হারিয়ে মন মানুষের
সেই তো তফাৎ ভালো লাগা আর একটু
ভালোবাসার !

ভালোবাসা বাঁধন হারা
মন হারিয়ে উড়ে যাওয়া
সুরের সাথে – নীল আকাশে।

ভালো লাগা অংক মানা
ভালোবাসা হিসাব ছাড়া
ভালো লাগা থমকে চলে
এদিক – সে দিক তাকিয়ে দেখে,
উচ্ছলতা – উতল হাওয়া
সেই তো নিয়ম ভালবাসার।

তবু কোথাও মিল খুঁজে পায়
ভালোবাসা – ভালো লাগায়।
ভালো না লাগলে পরে

ভালোবাসা কোথায় পাবে ? 

No comments:

Post a Comment