26 July, 2015

শিক্ষামন্ত্রী

আজকে শুনলাম এক দক্ষিণপন্থী মহামানব বলছেন
“শিক্ষক না হলেও শিক্ষামন্ত্রী হওয়া যায়”
খুব সত্য বচন
শিক্ষা মন্ত্রী হতে গেলে শিক্ষক হতে হয় নাকি
“মানুষ যত বেশী পড়ে 
তত বেশী জানে – তত কম মানে”
শিক্ষামন্ত্রী হতে গেলে এই কথাটি
মানতে হয় –
পরিবর্তিত এই রাজ্যে !

তাঁর অমৃত বচন
“ভালো জিনিস দেখুন না”
সত্যিই ভালো জিনিস দেখতে হবে
দেখতে হবে “শহীদ স্মরণে হাততালি”
ভালো জিনিস !
দেখতে হবে জগ ছুঁড়ে মারা আরাবুল কে
তাজা নেতা !
অক্সিজেন কমা কেষ্টর কথা মানতে হবে !
শুনতে হবে চাকরী হওয়ার গল্প
প্রচুর চাকরী (কিসের বিনিময়ে অর্থ নাকি সম্ভ্রম)
ভালো কথা !

শিক্ষক পেটানো –
ছোট্ট ঘটনা –
সব ছোট্ট ঘটনা - তাই না
এই ছোট্ট ছোট্ট ঘটনা গুলো
একদিন আগুন হয়ে জ্বলে উঠবে
কবি সুকান্তের সেই দেশলাই কাঠি গুলোর মত
আগুন হয়ে তাড়া করবে আপনাকে
মাননীয় শিক্ষামন্ত্রী –
সেই আগুন নেভাবেন কোন জল দিয়ে ?

আমি এক দুঃসময়ের কবি
সেই আগুন জ্বালানোর জন্য
চকমকি পাথরে ঘষছি লোহা
জ্বলবে আগুন –
আমি থাকব না –
থাকবে না আমার মত অনেকেই
কিন্ত প্রতিবাদ থাকবে !

সাবধান –
কাগজ ও কলমের চকমকি পাথর
ও লোহায় চলছে ঘর্ষণ
মানুষের মনের সমিধ তৈরি
অহংকারী চিন্তনকে
হিটলারের শরীরের মত আধপোড়া করার জন্য !
আপনি থাকুন শিক্ষা নিয়ে কবন্ধ নাচে মগ্ন। শ্রীতোষ ২৫/০৭/২০১৫

No comments:

Post a Comment