10 July, 2015

অনন্য সময়

আমরা অনন্য এক সময়ে বাস করি

আমরা চেয়ে অথবা না চেয়ে
আমাদের মানবিকতা ধর্ষণ করি
নির্মম ভাবে আঘাত করি
চেতনা ধর্ষণ করি।

কোন দল নয়
নয় কোন সংগঠন
যারা মানুষের ইতিহাস করে ধ্বংস
জাতের নামে
তথাকথিত ধর্মের নামে
আমরা  - হ্যাঁ আমরাই
মানব রূপে অমানুষ হয়ে
তাদের সমর্থন করি
আমরা মানুষ হয়ে
মানবিক মানুষকে
তার চিন্তাকে ধর্ষণ করি।

এ ধর্ষণ আজকের নয় – চিরকালীন
এ ধর্ষণ নির্ভয়া – অপরাজিতার
শরীর ধর্ষণ নয়
নয় অনিতা অথবা তাপসীর
নগ্ন দেহের
এ ধর্ষণ চিরকালের
এ ধর্ষণ জোয়ান কে পুড়িয়ে মারে
এ ধর্ষণ কুকুরের চিকিৎসা করতে চায়
মানুষের হাসপাতালে !

এ ধর্ষণ অভিনন্দিত হয়েছিল
ধান সিঁড়ি নদীটির তীরে
মুজিবুর রহমানের রক্তে
বরকত – সালামের লুটিয়ে পড়া শরীরে
বরাক উপত্যকার গা বেয়ে ঝরা রক্তে
আরও আগে
হে মার্কেটের মাটিতে।

সূর্য সেনের রক্ত মাখা শরীর ঝুলেছিল
ব্রিটিশ সভ্যতার বুটের আলোকে
উদ্ভাসিত ফাঁসিকাঠে
মাতঙ্গিনী মায়ের বুকে
ধর্ষণ অভিলাষী বুলেট ঢুকেছিল।
রাণাঘাটের মাদারের মত
সব মানুষকে রক্ষা করতে চাওয়া মা
লুটিয়ে পড়েছিল !

সে দিন ও মা – মাটি – মানুষ ছিল
নরেন গোঁসাইয়ের রুপে
নেত্র সেনের ইশারায়
সাদা পোশাকে
মাউন্ট ব্যাটেনের বুটের তলায়
চপ্পল পরে।
সেদিন নেত্র সেন আর নরেন গোঁসাই কে
চিনতে পারে নি অনেকে
কানাই – সত্যেন  - সূর্য সেন
প্রায়শ্চিত্ত করে গেছে কার ?

থাকো বন্ধু – রাখি বন্ধ চোখ
যতদিন না
যতদিন না –
আঘাত খাব আমি আর তুমি
তুমি আর আমি
ঘাড়ের উপর মাথা রেখেও
কবন্ধ শরীর
চেতনার নেই গন্ধ !
চল থাকি কবন্ধ হয়ে ।

আমি পজিটিভ কথা বলি
কারণ
কবিতা অথবা নাটক শেষ হয়
আশা জাগিয়ে
বিশেষ করে বামপন্থী নাটকের
শেষ দৃশ্যে লাল আলো জ্বলা বড় দরকার !

লাল আলো জ্বলে না আজ
কারণ বামপন্থী মানুষগুলো বলে
অতীতেও আমরা মানুষ ছিলাম
আজও আছি – তাই – শুধু তাই
অশোকের সৌরভ মাখা
অর্জুনের রুদ্র রূপে
অমানুষ মানুষের মাঝে
বেঁচে আছি আজও - তাই
আমরা মানুষের কথাটুকু
বলে যেতে চাইলাম।
বলে যেতে পারলাম

এক অপদার্থের লেখনীর মাধ্যমে। শ্রীতোষ ০৩/০৭/২০১৫

No comments:

Post a Comment