10 July, 2015

চাবুক

চাবুক খাওয়াটা বড় দরকার

ন্যায়ের হাতে অন্যায়ের
মানবিক মানুষের হাতে নিরালম্ব মানুষের
সুকথার হাতে কুকথার
ন্যায়ের হাতে অন্যায়ের
জীবনের হাতে মরণের
চাবুক খাওয়াটা বড় দরকার।

নিজের প্রয়োজনে এক মানুষ
ব্যবহার করে অন্যকে
প্রয়োজন যায় ফুরিয়ে
চিনতে পারে না অন্য মানুষটাকে
সেই মানুষটার আর এক জন
অন্য মানুষের হাতে
চাবুক খাওয়া বড় দরকার।

চাবুক মারাটা বড় দরকার
সমাজের প্রয়োজনে
সত্য বলার সাহস বুকে নিয়ে
বেঁচে থাকার জন্য
চাবুক মারাটা বড় দরকার।

আজ এই ভারত চাইছে
চাবুক হাতে মানুষ গুলোকে
যারা জানে অন্যায়ের বিরুদ্ধে লড়তে
যাদের চাবুক ছিন্ন ভিন্ন করে দেয়
দুঃসহ এই অন্ধকার
আসে রক্তিম প্রভাত।

আমার অন্যায়
হে বন্ধু তোমার চাবুকে ছিন্ন কর
আমার মনের অন্ধকার
রক্তিম প্রভাত জাগুক

চেতনায়। 

No comments:

Post a Comment