19 July, 2021
বেশী অথবা কম
প্রতিটি সংবাদ মাধ্যম কে সত্যি বলে বিশ্বাস করতে রাজি আছি যদি তাঁরা এই তথ্য দিতে পারেনঃ
কোভিড ১৯ সময়ে
১) "ভারতের শহর (মফস্বল থেকে শুরু করে গঞ্জ পর্যন্ত) কতজন মানুষ আজও করোনা আক্রান্ত হন নি এবং তাঁদের মধ্যে কতজন (আজও পর্যন্ত) ভ্যাকসিন নেন নি?"
২) এই একই সময়ের মধ্যে কতজন অন্য রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন?
৩) এই একই সময়ে কতজন অর্থনৈতিক কারণে (রোজগার কমে যাওয়া / রোজগার হারানো তে) মারা গেছেন?
৪) এই একই সময়ে কত শিশু অ পুষ্টি তে মারা গেছে এবং ২০২০ জানুয়ারি মাসের আগের হিসাব থেকে ধরলে ২০২১ এপ্রিল পর্যন্ত সেই হার / সংখ্যা বেশী না কম?
৫) এই একই সময়ে কত জন মানুষ অন্য রোগে মারা গেছেন? রোগের অনুপাতে (কোভিড ১৯ মান দণ্ড ধরে) তা বেশী অথবা কম?
এই তথ্য অনুযায়ী কোভিড ১৯ কি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী রোগ?
প্রসঙ্গতঃ যে কোন মৃত্যু দুঃখ জনক
পৃথিবীর সবচেয়ে ছোট দুঃখ জনক গল্প বোধ হয় এইটাই
(যে গল্পটা যত বার পড়ি চোখের জল ধরে রাখতে পারি না)
"For Sale
Baby Shoes. Never Worn."
লেখকের নামটা (যারা আমাকে গালাগালি দিয়ে বলতে চাইবেন যে আপনার কেউ তো কোভিড ১৯ এ মরে নি তাই আপনি এত সব বড় বড় জ্ঞান দিচ্ছেন) তারা একটু ইন্টার নেটে সার্চ করে নেবেন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment