19 July, 2021
নিজের লেখার শেষে নাম থাকে
শ্রীতোষ
পদবী তো অন্য কিছু বোঝায়
এবার ভাবছি
"এফিডেভিট" করে পদবী ত্যাগ করবই
অনেক সহ্য করেছি
এই পদবী ধারী এক সুশীল - সুজন ছিলেন
"সততার প্রতীক"
(এখন দূরবীন বা মাইক্রোস্কোপ দিয়েও
গোটা পৃথিবীতে সেই ব্যানার খুঁজে পাওয়া যায় না
এমনকি পিকে ও "দুয়ারে সততা" প্রকল্প চালু করতে পারে নি)
আমার পদবী ধারী আর এক জন
এমন এক জনের সাথে
রবীন্দ্র নাথ এর নাম উচ্চারণ করলেন
আমার মনে এসে গেল
তাঁর শেষ যাত্রায় বাঙালি
রবীন্দ্র প্রেমী বাঙালি নাকি
তাঁর চুল দাড়ি ছিঁড়ে নিয়েছিল
স্মৃতিচিহ্ন রাখতে
(আমি শুনেছি এবং পড়েছি - দেখিনি)
আজ দেখলাম
মানে খবরের কাগজে পড়লাম।
আমার মনে হল
এক বন্দ্যোপাধ্যায় সেই ছেঁড়া দাড়ি কে কল্পনা করে উল্লাসে - আনন্দে বলল
আহা কি আনন্দ আকাশে - বাতাসে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment