23 July, 2021

সিভিক ...?

না আমি "গণশক্তি" র খবর পোস্ট করি না কারণ পোস্ট করলেই হয়তো বা Vigilance এ Report হবে এই পাবলিক "দেশ / উন্নয়ন দ্রোহী " ১৯৮৯ সালের গ্র্যাজুয়েট ৩০ বছরের সরকারী চাকরী জীবন সন্তানহীনতা আজ কে জীবনের সবচেয়ে বড় পাওনা বলে মনে হয় কারণ সন্তান থাকলে সেও আজ হয়তো এই আবেদন জমা দিত ৷ কোন কাজ ছোট নয় ছোট নয় ভিক্ষা করাও নেতারাও তো ভোট ভিখারী। তবুও ভাবি যে রাজ্য ভারতের মধ্যে সবচেয়ে বেশী এগিয়ে যে রাজ্যের ১০০ দিনের কাজের অনুপাত হারিয়ে দেয় গোটা ভারত কে অর্থনীতির ভিত্তিতে কেন্দ্রীয় সরকারী অর্থনীতিকে তথ্যে এবং তত্ত্বে পিছনে ফেলে যে রাজ্য আছে এগিয়ে সেই রাজ্যের এক সংবাদপত্র রাজ্য সরকার কে উদ্দেশ্য করে এই রকম সংবাদ প্রকাশ করে কি ভাবে? এটা কি গসিপ নাকি ট্রোল অথবা সত্য বচন ? এই যে ১০০% এবং ৯৭% পাশ করল তাঁদের কিছু অংশ এর কি ভবিষ্যত এটাই অথবা সিভিক ...?

No comments:

Post a Comment