24 July, 2021
এই লেখাটাও হয়তো ফেসবুক ক মি উ নি টি ই স্ট্যা ন্ডারড ভং করল)
What's on your mind, bandyopadhya
এই শব্দ গুলো ভেসে ওঠে ফেসবুক ওয়ালে
মানে ফেসবুকের দেওয়ালে
ফেসবুক মনের কথা শুনতে চায়
তাই তো?
তাহলে কেন ফেসবুক
শুধুমাত্র
দুটো ছবি
একসাথে
শেয়ার করার অপরাধে
আমার ২০১০ থেকে চলা প্রোফাইল
বন্ধ করে দিল
দুটো ছবির একটা ছিল
"হিটলার ময়লা তুলে গারবেজ লড়ি তে ঢালছেন
অন্য ছবি টা ছিল
"নরেন্দ্র মোদী কোন এক পরিষ্কার সমুদ্র তট থেকে
ময়লা তুলছেন"
এই ছবি দুটো আজও আমার কাছে আছে
তবুও শেয়ার করতে ভয় পাই
কারণ
গণ তান্ত্রিক ভারতে
গণ তান্ত্রিক ফেসবুকে
আবার এই ছবি দুটো একসাথে ফেবু (ফেসবুক) কমিউনিটি
STANDARD ভঙ্গ করবে
আবার এই প্রোফাইল টা ও ব্লক হয়ে যাবে।
না আমি মানিনা ফেসবুকের এই শব্দগুলো
What's on your mind, bandyopadhya
আমার (এবং আমাদের) মনের শব্দ গুলো যদি সত্যিই প্রকাশ করি
তাহলে তো
গোটা পৃথিবী মানুষের কথা বলবে।
What's on your mind, Doctor (Doctorate নয়)
পৃথিবীর সব ডাক্তার এই একটি প্রসঙ্গে চুপ
নীরব হয়ে আছে
করোনা ভ্যাকসিনের বিরুদ্ধে কোন কথা বলা মানা
আপনার শরীরে অনেক রোগ আছে
হাই প্রেসার, ডায়াবিটিস (হাই এবং লো), থাইরয়েড, ইউরিক অ্যাসিড
আছে
মানসিক রোগ
আছে সেলুলাইটিস
(একটু নেট খুলে দেখে নিন করোনায় আক্রান্ত যত % মানুষ মরে / মরছে
তার সম % মানুষ মরছে সেলুলাইটিসে আক্রান্ত হয়ে - আক্রান্ত এবং মৃত্যুর % নিজেরা বিচার করে দেখে নিন)
যাই হোক
আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছি
কারণ
একটা সিস্টেমের বিরুদ্ধে একা লড়াই করা যায়
কিন্তু একাকী সে লড়াই
একসময় হার মানে
যেমন অভিমন্যু হার মেনেছিল
হার মানতে বাধ্য হয়েছিল।
আপনাদের সাথে ছিলাম
তবুও হেরে গেলাম
শুধু একটা কথা বলে যাই
ভ্যাকসিন নিজের ইচ্ছাতে নিচ্ছি না
নিচ্ছি রাষ্ট্রের পরোক্ষ চাপে বাধ্য হয়ে।
যদি ভালো - মন্দ কিছু হয়
দায়িত্ব রাষ্ট্রের
আমার নয়
কারণ
রাষ্ট্র বলছে অমুক স্থানে যেতে হলে
ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট লাগবে
অথবা টেস্ট রিপোর্ট লাগবে
যদিও
(আবার রাষ্ট্র ই আইন গত ভাবে নিজেকে বাঁচাতে বলছে
মানুষ স্বেচ্ছায় ভ্যাকসিন নেবে - এটা তো আবশ্যক নয় - রাষ্ট্র বলছে ভ্যাকসিন নেওয়া ভালো)
হতেই পারে এটা আমার শেষ ইচ্ছা পত্র
রাষ্ট্রের কথায়
ভ্যাকসিন নেওয়ার পরে
যদি ভালো মন্দ কিছু হয়
তাতে ভ্যাকসিন কোম্পানি এবং রাষ্ট্রের কোন দায়িত্ব নেই
সরকার তো শুধু সংলাপ উচ্চারণ করছে
দেশের নাট্য মঞ্চে
দায়িত্ব!!!!!!!!!
আগামী সোমবার হতেই পারে নিজের শরীরের ইমিউনিটি পাওয়ার কে ধবংস করার প্রথম দিন
তারপর আসবে প্রাথমিক ২য় দিন
তারপর বুস্টার দিন
তার পর আসবে আর ও আরও অনেক দিন।
যেদিন মানুষ শুধু ওষুধ নিয়ে - ওষুধ খেয়ে বাঁচবে
জীবনের প্রথম দিন থেকে
কারণ
তার শরীরে
তার জিনে ইমিউনিটি ক্ষমতা থাকবে না।
নিজের কৈফিয়তঃ
আমি এবং আমার স্ত্রী মুক্ত সেই চিন্তা থেকে
কারণ
আমাদের কোন সন্তান নেই।
আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি ভাবে বাঁচবে
তা নিয়ে ব্যক্তিগত কোন চিন্তা নেই।
তবু লিখি কেন?
লিখি এই কারণে
এখনও তো হুঁশ আছে।
এখনও তো সারা দিনের একটা মুহূর্তেও
নিজেকে মানুষ বলে ভাবি।
শ্রীতোষ
২৪/০৭/২০২১
(এই লেখাটাও হয়তো ফেসবুক ক মি উ নি টি ই স্ট্যা ন্ডারড ভং করল)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment