12 January, 2019

"ধর্মঘট নাকি নয় প্রতিবাদের এক ভাষা"

"ধর্মঘট নাকি নয় প্রতিবাদের এক ভাষা"
ও শহুরে বাবু
ধর্মঘট কেন হয়
তা বোঝে গ্রামের চাষা!
খনির তলে - মেশিন কলে
যাদের ঘাম আর জলে
তোমার ফুর্তি চলে -
ধর্মঘট যে তারাই করে
নিজেরা বাঁচবে বলে।

তোমরা শুধু চাও ওরা হাত পেতে থাকুক
ভিক্ষা করুক
তোমরা ডোল ছুঁড়ে ছুঁড়ে দেবে
যেমন দিচ্ছ সিঙ্গুরে আর নন্দী গ্রামে
যেমন দিচ্ছ শবর পাড়ায়
ওরা সে ডোল চায় না,
ওরা কাজ চায় -
ওরা চায় ওঁদের ঘাম ঝরানো শ্রমের মজুরি
তাই তোমাদের ভিক্ষায় লাথি মেরে
ওদের খোলা হাত গুলো বন্ধ হয়
যাকে বলে মুঠো
ওদের সেই মুঠো করা হাতে জ্বলে
প্রতিবাদের মশাল
ওরা পথে নামে - ওরা প্রতিবাদ করে
ওরা অচল করে দেয়
তোমাদের শাসন যন্ত্রকে।
তখন আগুন জ্বলে,
তখন ধর্মঘট হয়,
তখন তোমাদের বুক কাঁপে,
তখন তোমরা ধর্মঘট কে উপহাস কর!
আসলে প্রকাশ কর নিজেদের নপুংসক চরিত্র
কারণ তোমরা জানো
প্রতিটি ধর্মঘট হল মানুষের
বাঁচার অধিকার রক্ষার লড়াই।
ইতিহাস সাক্ষী
ধর্মঘটের জয় ধ্বজার নিচে স্থান
কাপুরুষ পরাজিতের।। শ্রীতোষ ০৮/০১/২০১৯

No comments:

Post a Comment