08 January, 2019

একটি বিচ্ছিরি লেখা।

স্বচ্ছ ভারত! সব বাড়িতে শৌচাগার হবে! হয়তো হয়েও গেছে! প্রতি বাড়িতে প্রতি মানুষের শৌচ করার পরে জল লাগে। ভারতের প্রতি বাড়িতে প্রতি মানুষের শৌচ করার জন্য উপযুক্ত জল আছে কি?
আমার মনে হয় আছে! যদিও সরকারী হিসাব বলে এ দেশের ১/৩ অংশ মানুষ পরিস্রুত পানীয় জল পায় না, শৌচ করার জন্য তো পানীয় জলের দরকার পরে না। তাই ----
১০ / ১৫ কিমি দূর থেকে আজও মানুষ জল আনে, কুয়া নেই বলে এক / একাধিক গ্রামে মানুষ কন্যাদান করে না, সেই গ্রামের কন্যারা / কন্যাদের অসুবিধা নেই কারণ তাদের ------------- আর লিখলাম না, (কন্যার পরিবার সহ্য করে নীরবে)
তবুও কি অসুবিধা আছে?
আমরা বরং চিন্তা করি - আমরা বরং গর্ব অনুভব করি পিথিবির সবচেয়ে বড় মুত্তি নিয়ে
আমরা চিন্তা করি ভারতীয় সৈন্যরা সিয়াচেনে মরছে তা নিয়ে (সেই সিয়াচেনে সেই ভারতীয় সৈন্যদের মুখে খাবার পৌঁছে দেওয়ার জন্য যে কৃষক মাঠে তার রক্ত জল করে ফসল ফলায়) সেই ফসলের দাম না পেয়ে, ঋণের জালে জর্জরিত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়, আর সিয়াচেনের জন্য কুম্ভীরাশ্রু বিসর্জন করা যে রাজনৈতিক নেতা বলে কৃষক আত্মহত্যা করছে প্রেমে ব্যর্থ হয়ে, দ্যাস প্র্যামিক এর দল নীরব থাকে
আমরা বরং চিন্তা করি রাম মন্দির হবে কিনা তাই নিয়ে (রামের মুত্তি ও নাকি পিথিবির সবচেয়ে বড় মুত্তি হবে - তারপর ভারতে কোন গরীব থাকবে না, কোন গরু অনাহারে মরবে না)
আমরা বরং চিন্তা করি শবরী মালা নিয়ে। আমরা বলি (কত আইন - কত সংবিধান, সংবিধানে লেখা মানুষের মৌলিক অধিকার এবং কর্তব্য বিচার করে) মহামান্য আদালতের বিচারপতিদের চেতনার অভাব, তারা আইনের উপরে গিয়ে সনাতন হিন্দু ধর্ম কে কেন মানেন নি, মানুষের আবেগ কে মাথায় রাখেন নি, তারা ভীষণ অন্যায় করেছেন!
অশিক্ষিত এই সব মানুষ গুলোকে বিচার পতি বানালো কে?
কে আবার? যারা ভোটের রাজনীতি করে!
যাদের চিন্তা সনাতন হিন্দু ধর্ম(!) কে ধ্বংস করার!
এদেরই পূর্ব সুরিরা সতীদাহ আইন পাশ করেছিলেন!
তখনও তো গদির রাজনীতি ছিল!
বিদ্যাসাগর গদিতে বসবেন বলেই তো "বিধবা বিবাহ আইন" পাশ করিয়েছিলেন!
ক্ষমতার আসনে থাকবেন বলেই তো
নিজের ছেলের সাথে এক বিধবার বিয়ে দিয়েছিলেন!
এত ইতিহাস জ্ঞান
আমি এক অধম অজ্ঞান
তাদের সমর্থন করেছেন যারা
ও রে কত্তা, হেইরা তো ভুটের রাজনীতি কইর‍্যেছেন!
জেণাড়া ড্যাশ পিমিক ট্যাঙদের ভুট নাগে না
ত্যান দের ভুত নাগে
নঙ্গিন লোটের ভুত
সেই লোট দ্যায় কারা
ওই কার্গিল যুদ্ধের কফিন এর পয়সা
খে ই এন ছিল যারা
ইখন বিজয়
যাতে চাঁইড়ে চাঁইড়ে পাইল্যে যেঁতে পারে
উঁরা ঘুম্যায়ে দেখে
উঁরা ঘুম্যায়ে দেখে
উঁয়াদের সেই নাজুক ঘুমের আন্ধারে
নীরব লিরবে পাঁল্যাইন যায়
উঁয়াদের নাজুক ঘুম মাইনষ কে
বুকা বানাইতে চায়!
উয়ারা দ্যাস প্রারমিক
বুলন্দ শহরে পাথর মেরে পুলিশ খুন করলে
উয়াদের কান্না পায় না
বা কান্না পেলেও উয়ারা বলেক
উ তো কিছু মাইনষের দুষ!
মনোরমা কে ধর্ষণ করে
তার শরীরে একাধিক বুলেট ঢুকিয়ে দিলে
তা কোন এক সৈনিকের দোষ
কিন্ত
পেলেট গানের আঘাত সহ্য করে
নিজের বাচ্চা ছেলে অথবা মেয়েকে রাস্তায়
লুটিয়ে পড়তে দেখার পর
যদি কোন বাবা অথবা মা
হাতে পাথর তুলে নেয়
তা হল সমস্ত কাশ্মীরি দের দোষ!
পৃথ্বীর সমস্ত আদালত হার মানে
মাথা নত করে
এই অসাধারণ বিচারের কাছে!!!!!!
যারা এই অসাধারণ বিচার করেন
বিচার করার ক্ষমতা রাখেন
আমি তাঁদের নমন করি
কবিগুরুর ভাষায় বলি
"আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধূলার পরে"
(অনেক জ্ঞান গম্ভীর কথা - সনাতন ধম্ম নিয়ে বাত শোনার পর লিখতে বাধ্য হলাম
জানি চুটকি লেখা - দু লাইনের লেখা পড়ে সকলে
এ লেখা পড়বে না সকলে
পড়বেন কিছু মানুষ এবং তারা যুক্তি দিয়ে লিখবেন বা
প্রতিবাদ করবেন)
আমি যুক্তি দিয়ে লেখা - পড়াশোনা করে লেখা বিরুদ্ধ মত চাইছি।

No comments:

Post a Comment