22 February, 2024
ভুল করেছিলাম
15 February, 2024
১৪৪
প্রথমেই বলি এই পোস্ট হয়তো বা কেউ ই দেখতে পাবে না
হয়তো বা কমেন্ট করতে পারবেন না কেউ
(খিস্তি মারার ক্ষেত্রে ও ওপেন থাকবে না)
শ্রীতোষ বলছে
আর এস এস কাকে মা দুর্গা বলেছিল
আমি এবং আমরা সকলেই ভুলে গেছি
নাটকের দল গুলো পথ নাটক নিয়ে
পথে নামতে ভুলেই গেছে
অথবা ওরা ভয় পায়
ওরা হয়তো জানে
অলিতে - গলিতে
আছে সম্রাট শাহ জাহান
যারা পথ নাটক করবে
তাঁদের মধ্যের বয়স নির্বিশেষে
নারী দের বাড়ি ফিরতে হবে।
দলের মেয়েদের সম্মান বাঁচাতে আজ
ভয় পায়
নাটকের মাঝে একথা বলতে
"আমি কামদুনির সেই মেয়ে"
ওরা বলতে পারে না
"আমি সন্দেশ খালির নীরব যন্ত্রণা
মহিলা কমিশন আর পুলিশের
তদন্ত কমিশনের সামনে
যাদের
বুক ফাটে তবু মুখ খোলে না
কারণ তোমরা এসেছ দিনের বেলায়
সন্ধ্যা হলে ওরা আসবে
নিভৃত রাতের নীরব অন্ধকারে
তারপর ঘণ্টা মিনিট সেকেন্ড চলে যাবে
প্রতিদিন
রাতের চেয়েও ঘন অন্ধকার ছিল
তার পর আসবে
ঘন অন্ধকারের চেয়েও
আরও আরও আরও ঘন অন্ধকার
১৪৪ ধারার
সফদারের চিন্তার কল্পনায়
অক্ষম আমি
ভুলেই গেছি পথে নামতে
বহু বহু দিন আগে
নির্ভয়া কাণ্ডে পথে নেমেছিলাম
পথে নেমেছিলাম কামদুনি কাণ্ডে
নাটকের সাথে।
আজ পড়ে আছে পথ
নাটক নেই
গণ নাট্য কোথায়?
রাস্তার মোড় গুলো
ফেলে দীর্ঘশ্বাস
পথেতে নেই সন্দেশ খালি।
একজন অক্ষম সরকারী কর্মচারী
যে দূর থেকে প্রতিবাদের আগুন দেখতে চায়
যে দেখেছে
ব্যস্ত পথে
ছুটে চলা মানুষ -
মানুষের কথা যখন বলে মানুষ
নাটকে
তখন থমকে দাঁড়ায়।
আজ মানুষ কে থমকে দাঁড় করিয়ে দেওয়ার মানুষগুলো
কোথায়?
"এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে
কমিশন দিদি / তদন্ত দাদা
আজ আমার কোন কষ্ট নেই
আমাকে কোন রকম অত্যাচার করে নি কেউ
শুধু ওরা ডেকেছিল"
এই শব্দ গুলোই পথের মোড়ে দাঁড়িয়ে
নাটকের দল গুলো বলতে ভয় পায়।
আসছে এপ্রিল
এপ্রিলের কোন এক দিনে
সন্দেশ খালি চিরকালের মত মুছে যাবে
হয়তো সেদিনও পথ নাটক হবে
ফেসবুকে লেখা হবে
"সফদার মানে জেগে থাকা জাগানো"
সফদার হাসছেন সরবে
বলছেন
আমি মরে গেছি নীরবে
তোমাদের পালনের উচ্ছ্বাসে।
আমি যদি বেঁচে থাকতাম
তাহলে আমি একাই রাস্তায় নামতাম
ভালো থাকো তোমরা
দিল্লীর রাস্তায় রক্ত ঝরিয়েছি
এবার হল্লা বোল আওয়াজ তুলে
নেমেছি পথে
প্রতিটি গলি - প্রতিটি রাস্তা - অলি গলি
প্রতিটি মাঠ
আমার প্রতিবাদ দিই ছড়িয়ে
আমার প্রতিটি পদক্ষেপে - আমিই সন্দেশ খালি।
সফদারের চিন্তার কল্পনায় - শ্রীতোষ ১৫/০২/২০২৪
13 February, 2024
শিবু কে চাই
শিবু কে চাই
শিবু কে চাই
শাহজাহান কে চাই।
রাস্তার মোড়ে মোড়ে
শিবু কে চাই
দিনে এবং রাতে আমি
শিবু কে চাই
শাহজাহান কে চাই।
রাতের বেলা তে আমি
শিবু কে চাই
শাহজাহান কে চাই।
নিজেরই বউ কে দিয়ে
রাতের বেলাতেই
বাড়ির কাজ করাতে
শিবুকে চাই।
প্রতিটি ঘরের বাইরে
রাতের বেলাতে
আমি শিবুকে চাই
লীলার ঘরেতে
কুহু শব্দের তানে
আমি
শিবুকে চাই
শাহ জাহানকে চাই।
নবান্নের প্রতিটি ফ্লোরে
দিনের বেলাতে ই
শাহ জাহানকেই চাই।
প্রতি কন্যা শ্রীর ঘরে
যুব শ্রী শিবুকে চাই
বিধবা শ্রী র ঘরেও
আমি শিবুকে চাই
শাহ জাহান কে চাই।
সরস্বতী পুজোর প্রতিটি প্যান্ডেলে
আমি শিবু আর শাহজাহান কে চাই
উন্নয়ন কামী দের ঘরের দরজায়
আমি শিবু আর শাহজাহান কে চাই।
শিবু কে চাই
উত্তম রূপে শাহজাহান কে চাই
সন্দেশ খালির প্রতিটি পুলিশ কর্মীর ঘরের দরজায়
উন্নয়ন রূপে
চাই - চাই
পার্কে - দোকানে
বিশ্ব বঙ্গের সব খানে
শিবু কে চাই
উত্তম রূপে শাহজাহান কে চাই
প্রতিটি উন্নয়ন সমর্থকের ঘরের বাইরে
শিবু কে চাই
উত্তম রূপে শাহজাহান কে চাই
এই চাওয়া কি খুব অন্যায়?
দিনের বেলাতেও
প্রতি রাস্তার মোড়ে
আমি শিবু কেই চাই।
মহিলা কমিশনের প্রতিটি সদস্যের
বাড়ির বাইরে
তাঁদের পরিবারের মহিলাদের দিয়ে
রাতের কাজ করানোর জন্য ডেকে নিতে
শিবুকে চাই।
উত্তম রূপে আমি শিবু কেই চাই।
চাই - চাই - চাই আমি
বাংলার প্রতিটি মোড়ে
শিবু - শাহ জাহানের সন্দেশ খালি চাই।
কুণালের ঘরের বাইরে তে
মহুয়া দেবীর দুয়ারে তে
শিবু কে চাই
শাহজাহান কে চাই।
প্রতিটি ঘরের বাইরে
উত্তম রূপে শিবু - শাহ জাহান কে চাই।
সরস্বতী পুজোর প্রতিটি প্যান্ডেলে
আমি শিবু আর শাহজাহান কে চাই
উন্নয়ন কামী দের ঘরের দরজায়
আমি শিবু আর শাহজাহান কে চাই।
প্রতিটি দামাল ছেলের দুয়ারে আমি
আমি উত্তম রূপে
শিবু আর শাহজাহান কে চাই।
শ্রীতোষ ১৩/০২/২০২৪
24 January, 2024
রাম নাম সত্ হ্যাঁয়।
সংবাদ মাধ্যম
সাধারণ মানুষের চিন্তা কে
ঘুমিয়ে দিতে চায় যারা কবরে
তারাই তো আজ জন গণ তন্ত্রের
চতুর্থ নয় এক মাত্র
একনিষ্ঠ প্রথম স্তম্ভ।
বাকি তিন স্তম্ভ বাঁচে ওদের ইশারাতে
কিংবা/ অথবা
বাকি তিন স্তম্ভের ইশারায় ওরা
হেঁটে চলে - কথা বলে।
একজন সাধারণ মানুষের চিন্তায় এই
প্রশ্ন জাগে।
জানি না বর্তমান (নিঃশব্দ) সময়ে
এই শব্দ গুলো লেখা অন্যায় কিনা?
শ্রীতোষ ২৪/০১/২০২৪
22 January, 2024
বন্ধু প্রশ্ন কর