11 September, 2025

কথকতা

 আমি জানি না সত্যি অথবা মিথ্যে

এক উবের ড্রাইভার আজ বললেন

ওনারা যদি একদিন ছুটি নেন

তাহলে তার আগের ১ সপ্তাহের কমিশন

উবের দেয় না।

আগেকার সময়ে যখন বর্গাদার চালু ছিল

জমিদারের ক্ষেত মজুরী

একদিন পুরো কাজ না করলে

আগের দিনের মজুরী কাটা যাবে |

মানুষের মত মানুষ

বইতে তার উদাহরণ আছে |

আমরা সাধারণ মানুষ

এঁদের জীবনের কথা জানতে পারি না |


যদি সত্যিই এটা হয়

তাহলে আবার প্রমাণিত

কর্পোরেট সমাজ কি নির্মম ভাবে

সাধারাণ মানুষের ভাবে

সাধারণ মানুষকে লড়িয়ে দিয়ে

মজা দেখে |


অবশ্যই মেটার দৌলতে এই পোস্ট

RESTRICTED হবে

ADVANCED THANKS META

No comments:

Post a Comment