সাধারণ মানুষের চিন্তা কে
ঘুমিয়ে দিতে চায় যারা কবরে
তারাই তো আজ জন গণ তন্ত্রের
চতুর্থ নয় এক মাত্র
একনিষ্ঠ প্রথম স্তম্ভ।
বাকি তিন স্তম্ভ বাঁচে ওদের ইশারাতে
কিংবা/ অথবা
বাকি তিন স্তম্ভের ইশারায় ওরা
হেঁটে চলে - কথা বলে।
একজন সাধারণ মানুষের চিন্তায় এই
প্রশ্ন জাগে।
জানি না বর্তমান (নিঃশব্দ) সময়ে
এই শব্দ গুলো লেখা অন্যায় কিনা?
শ্রীতোষ ২৪/০১/২০২৪
No comments:
Post a Comment